রূপগঞ্জে এনজেড টেক্সটাইলে আগুন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:২৯
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনজেড টেক্সটাইল লিমিটেড নামে একটি পোশাক কারখানার কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা গোলাকান্দাইল ইউনিয়নের বলাইখা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে হঠাৎ করে এনজেড টেক্সটাইল লিমিডেটের গ্রে কাপড়ের গোডাউনে আগুন ধরে যায়। মুহূর্তের মাঝে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, আদমজী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শাহ-আলম দেশ রূপান্তরকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, আদমজী ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:২৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনজেড টেক্সটাইল লিমিটেড নামে একটি পোশাক কারখানার কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা গোলাকান্দাইল ইউনিয়নের বলাইখা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে হঠাৎ করে এনজেড টেক্সটাইল লিমিডেটের গ্রে কাপড়ের গোডাউনে আগুন ধরে যায়। মুহূর্তের মাঝে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, আদমজী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শাহ-আলম দেশ রূপান্তরকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, আদমজী ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।
শেয়ার করুন