গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন উদ্বোধন
গাজীপুর প্রতিনিধি | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৪৫
গাজীপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২১। মঙ্গলবার বিকেলে গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে একাত্তর মেকানাইজড ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ দৌলা, ১৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সজিবুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম) জাকির হাসান, গাজীপুর জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবম পদাতিক ডিভিশন ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় এ ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
গাজীপুর প্রতিনিধি | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৪৫

গাজীপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২১। মঙ্গলবার বিকেলে গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে একাত্তর মেকানাইজড ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ দৌলা, ১৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সজিবুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম) জাকির হাসান, গাজীপুর জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবম পদাতিক ডিভিশন ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় এ ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।