সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ
সাভার প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:৩৭
সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কিউ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় অবস্থিত কারখানাটির শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আমরা জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছি।
কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, কাজের অর্ডার কম থাকায় এবং মালিক দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকায় ব্যাংক থেকে টাকা না পাওয়ায় বেতন প্রদানে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু জাফরসহ পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। তারা শ্রমিকদের সাথে কথা বলে সড়কে যানচলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছেন।
কারখানাটির জি এম সেলিম রেজা বলেন, গত ২৫ তারিখ শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন প্রদানের কথা ছিল। কিন্তু যে ব্যাংকে আমরা টাকা লেনদেন করি তারা আমাদের চাহিদা অনুযায়ী পুরো টাকা না দেয়ায় আমরা শ্রমিকদের অর্ধেক বেতন প্রদান করি। এ ঘটনায় শনিবার শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কাজে যোগদান না করে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে হেমায়েতপুর-সিংগাইর সড়কে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে আমরা তাদের সহযোগিতায় শ্রমিকদেরকে বুঝিয়ে কারখানার ভেতরে এনে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে আলোচনা করছি।
তিনি আরও বলেন, আমাদের কারখানার মালিক করোনার জন্য আমেরিকায় আটকা পড়ায় এ ধরনের সমস্যা হয়েছে। এছাড়া সব সময় আমরা নির্দিষ্ট সময়ে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে আসছি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সাভার প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:৩৭

সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কিউ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় অবস্থিত কারখানাটির শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আমরা জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছি।
কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, কাজের অর্ডার কম থাকায় এবং মালিক দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকায় ব্যাংক থেকে টাকা না পাওয়ায় বেতন প্রদানে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু জাফরসহ পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। তারা শ্রমিকদের সাথে কথা বলে সড়কে যানচলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছেন।
কারখানাটির জি এম সেলিম রেজা বলেন, গত ২৫ তারিখ শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন প্রদানের কথা ছিল। কিন্তু যে ব্যাংকে আমরা টাকা লেনদেন করি তারা আমাদের চাহিদা অনুযায়ী পুরো টাকা না দেয়ায় আমরা শ্রমিকদের অর্ধেক বেতন প্রদান করি। এ ঘটনায় শনিবার শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কাজে যোগদান না করে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে হেমায়েতপুর-সিংগাইর সড়কে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে আমরা তাদের সহযোগিতায় শ্রমিকদেরকে বুঝিয়ে কারখানার ভেতরে এনে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে আলোচনা করছি।
তিনি আরও বলেন, আমাদের কারখানার মালিক করোনার জন্য আমেরিকায় আটকা পড়ায় এ ধরনের সমস্যা হয়েছে। এছাড়া সব সময় আমরা নির্দিষ্ট সময়ে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে আসছি।