পিকনিকের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:৫০
নিহত মফিজুল ইসলাম
চট্টগ্রামের পটিয়ায় একটি দ্রুতগামী পিকনিক বাসের ধাক্কায় মফিজুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহী মো. সাজ্জাদ হোসেন (২৫) আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পটিয়া পৌরসভার ইন্দ্রপুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মফিজুল ইসলাম চন্দনাইশ উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে।
এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, চন্দনাইশের গ্রামের বাড়ি থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ইন্দ্রপুল এলাকায় চট্টগ্রামগামী একটি পিকনিক বাস অ্যাডভোকেট মফিজুল আলমের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিদোয়ান জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার পর মফিজুল ইসলাম ও সাজ্জাদ হোসেনকে নিয়ে আসা হয়। মফিজুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাজ্জাদ হোসেনকেও পাঠানো হয় চমেক হাসপাতালে ।
এদিকে মফিজুলের আত্মীয়রা চমেক হাসপাতালে না নিয়ে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত আটটার দিকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, নিহত মফিজুল ইসলাম ও আহত সাজ্জাদ হোসেন সম্পর্কে শ্যালক ও দুলাভাই।
এদিকে বাসটিকে আটক করেছে বলে জানিয়েছেন পটিয়া থানার ওসি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:৫০

চট্টগ্রামের পটিয়ায় একটি দ্রুতগামী পিকনিক বাসের ধাক্কায় মফিজুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহী মো. সাজ্জাদ হোসেন (২৫) আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পটিয়া পৌরসভার ইন্দ্রপুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মফিজুল ইসলাম চন্দনাইশ উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে।
এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, চন্দনাইশের গ্রামের বাড়ি থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ইন্দ্রপুল এলাকায় চট্টগ্রামগামী একটি পিকনিক বাস অ্যাডভোকেট মফিজুল আলমের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিদোয়ান জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার পর মফিজুল ইসলাম ও সাজ্জাদ হোসেনকে নিয়ে আসা হয়। মফিজুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাজ্জাদ হোসেনকেও পাঠানো হয় চমেক হাসপাতালে ।
এদিকে মফিজুলের আত্মীয়রা চমেক হাসপাতালে না নিয়ে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত আটটার দিকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, নিহত মফিজুল ইসলাম ও আহত সাজ্জাদ হোসেন সম্পর্কে শ্যালক ও দুলাভাই।
এদিকে বাসটিকে আটক করেছে বলে জানিয়েছেন পটিয়া থানার ওসি।