চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১০
কক্সবাজার প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:২১
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও ১০জন।
শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলার চিরিংগান হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, সকাল সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী হাইয়েস মাইক্রোবাস ও কক্সবাজার অভিমুখী এনা পরিবহনের একটি বাসের মধ্যে ইসলামনগর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোটি দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনায় মাইক্রো আরোহী চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী গ্রামের মুজিবুর রহমান (৩০) ও ডুলাহাজারা ইউনিয়নের এনামুল হক (২৫) ঘটনাস্থলেই নিহত হয়।
এ সময় মারাত্মকভাবে আহত সুনীল (৫২), আবদুল হাকিম (৩২), জাফর (৮৫), তফসির (৩০), শুভ (৫০), আবদু রশিদ (২২), ওসমানকে (২৩) চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আবদু রশিদ ও ওসমান ছাড়া অন্যদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চকরিয়া হাসপাতাল সূত্রে জানা গেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
কক্সবাজার প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:২১

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও ১০জন।
শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলার চিরিংগান হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, সকাল সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী হাইয়েস মাইক্রোবাস ও কক্সবাজার অভিমুখী এনা পরিবহনের একটি বাসের মধ্যে ইসলামনগর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোটি দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনায় মাইক্রো আরোহী চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী গ্রামের মুজিবুর রহমান (৩০) ও ডুলাহাজারা ইউনিয়নের এনামুল হক (২৫) ঘটনাস্থলেই নিহত হয়।
এ সময় মারাত্মকভাবে আহত সুনীল (৫২), আবদুল হাকিম (৩২), জাফর (৮৫), তফসির (৩০), শুভ (৫০), আবদু রশিদ (২২), ওসমানকে (২৩) চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আবদু রশিদ ও ওসমান ছাড়া অন্যদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চকরিয়া হাসপাতাল সূত্রে জানা গেছে।