দামুড়হুদায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, শাশুড়ি আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ২০:০৩
চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় শাশুড়িকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত গৃহবধূ নুরজাহান খাতুন লোকনাথপুর গ্রামের জাহান আলীর স্ত্রী।
শুক্রবার রাতে লোকনাথপুর গ্রামের শ্বশুর বাড়িতে তাকে নির্যাতন করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যায় গৃহবধূ নুরজাহান খাতুন। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন, তবে শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নিহতের ভাই সুন্নত আলী বলেন, এর আগেও নির্যাতন করে আমার বোনকে তালাক দিয়েছিল জাহান আলী। দুটি সন্তানের কথা ভেবে আমরা সবাই মিলে আবারও সংসার জোড়া লাগিয়ে দিয়েছিলাম।
এ ঘটনায় সুন্নত আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ে করেছেন। নিহতের শাশুড়িকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। স্বামী জাহানকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চুয়াডাঙ্গা প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ২০:০৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় শাশুড়িকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত গৃহবধূ নুরজাহান খাতুন লোকনাথপুর গ্রামের জাহান আলীর স্ত্রী।
শুক্রবার রাতে লোকনাথপুর গ্রামের শ্বশুর বাড়িতে তাকে নির্যাতন করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যায় গৃহবধূ নুরজাহান খাতুন। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন, তবে শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নিহতের ভাই সুন্নত আলী বলেন, এর আগেও নির্যাতন করে আমার বোনকে তালাক দিয়েছিল জাহান আলী। দুটি সন্তানের কথা ভেবে আমরা সবাই মিলে আবারও সংসার জোড়া লাগিয়ে দিয়েছিলাম।
এ ঘটনায় সুন্নত আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ে করেছেন। নিহতের শাশুড়িকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। স্বামী জাহানকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।