রাস্তার পাশে বাগানে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ
জামালপুর প্রতিনিধি | ২ মার্চ, ২০২১ ১৪:৫৫
জামালপুরে একটি বাগান থেকে সামিয়া নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শহরের মনিরাজপুর এলাকায় বাইপাস সড়কের পাশে একটি বাগান থেকে ১৬ বছর বয়সী ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
সদর থানার এসআই মো. রাসেল মিয়া জানান, সকালে শহরের মনিরাজপুরে একটি বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
শহরের হযরত শাহজামাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী পাথালিয়া বকুলতলা এলাকার আব্দুস ছফুরের মেয়ে।
ওই ছাত্রীর মা জয়নব জানান, সোমবার বিকেলে সামিয়া শহরের মুন্সিপাড়া এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মঙ্গলবার সকালে মনিরাজপুর এলাকায় একটি বাগানে সামিয়ার ঝুলন্ত লাশ পাওয়া গেছে বলে জানতে পারেন তারা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
জামালপুর প্রতিনিধি | ২ মার্চ, ২০২১ ১৪:৫৫

জামালপুরে একটি বাগান থেকে সামিয়া নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শহরের মনিরাজপুর এলাকায় বাইপাস সড়কের পাশে একটি বাগান থেকে ১৬ বছর বয়সী ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
সদর থানার এসআই মো. রাসেল মিয়া জানান, সকালে শহরের মনিরাজপুরে একটি বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
শহরের হযরত শাহজামাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী পাথালিয়া বকুলতলা এলাকার আব্দুস ছফুরের মেয়ে।
ওই ছাত্রীর মা জয়নব জানান, সোমবার বিকেলে সামিয়া শহরের মুন্সিপাড়া এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মঙ্গলবার সকালে মনিরাজপুর এলাকায় একটি বাগানে সামিয়ার ঝুলন্ত লাশ পাওয়া গেছে বলে জানতে পারেন তারা।