দোহারে নারীর গলিত লাশ উদ্ধার
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি | ৩ মার্চ, ২০২১ ১৪:১৪
ঢাকার দোহার উপজেলায় বাহ্রাঘাট এলাকার তালতলা সরকার বাড়ি ঘাটের পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ি ও চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা লাশটিকে উদ্ধার করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে বাহ্রাঘাটের পাশে সরকার বাড়ির ঘাটে পদ্ম নদীর পাড়ে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা কুতুবপুর নৌ-পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে নৌ-পুলিশ এসে লাশটিকে উদ্ধার করে। এ সময় দোহার থানার চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ি সদস্যরা উপস্থিত ছিলেন।
কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সামছুল আলম জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং লাশটি উদ্ধার করি। লাশটি গলিত ছিল। প্রাথমিকভাবে শরীরে কোনো ক্ষত চিহ্নের বা আঘাত পাওয়া যায়নি।
লাশটির বয়স আনুমানিক ৩০বছর। তার পরনে লাল খয়েরি মেক্সি ও হাতে শাখা পরা ছিল। প্রাথমিকভাবে হিন্দু ধর্মের বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি | ৩ মার্চ, ২০২১ ১৪:১৪

ঢাকার দোহার উপজেলায় বাহ্রাঘাট এলাকার তালতলা সরকার বাড়ি ঘাটের পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ি ও চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা লাশটিকে উদ্ধার করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে বাহ্রাঘাটের পাশে সরকার বাড়ির ঘাটে পদ্ম নদীর পাড়ে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা কুতুবপুর নৌ-পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে নৌ-পুলিশ এসে লাশটিকে উদ্ধার করে। এ সময় দোহার থানার চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ি সদস্যরা উপস্থিত ছিলেন।
কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সামছুল আলম জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং লাশটি উদ্ধার করি। লাশটি গলিত ছিল। প্রাথমিকভাবে শরীরে কোনো ক্ষত চিহ্নের বা আঘাত পাওয়া যায়নি।
লাশটির বয়স আনুমানিক ৩০বছর। তার পরনে লাল খয়েরি মেক্সি ও হাতে শাখা পরা ছিল। প্রাথমিকভাবে হিন্দু ধর্মের বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।