সবজি বাগানের পাশে পুড়ছিল লাশটি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | ৩ মার্চ, ২০২১ ১৪:৩২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সবজি বাগানের ঝোপ থেকে আগুনে পোড়া অজ্ঞাতপরিচয় একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকার একটি সবজি বাগানের পাশে অজ্ঞাত লাশ পুড়তে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, লাশের পুরো শরীর আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও দুটি পা অবশিষ্ট অবস্থায় পাওয়া যায়। শুধু দুটি পা অবশিষ্ট থাকায় লাশটি নারী না পুরুষ শনাক্ত করা সম্ভব হয়নি।
এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল ) মাহিন ফরাজি, সিআইডি ও পিবিআই কর্মকর্তারা। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর লাশের পরিচয় মুছে ফেলতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। বাকিটা তদন্তের পর জানা যাবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | ৩ মার্চ, ২০২১ ১৪:৩২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সবজি বাগানের ঝোপ থেকে আগুনে পোড়া অজ্ঞাতপরিচয় একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকার একটি সবজি বাগানের পাশে অজ্ঞাত লাশ পুড়তে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, লাশের পুরো শরীর আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও দুটি পা অবশিষ্ট অবস্থায় পাওয়া যায়। শুধু দুটি পা অবশিষ্ট থাকায় লাশটি নারী না পুরুষ শনাক্ত করা সম্ভব হয়নি।
এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল ) মাহিন ফরাজি, সিআইডি ও পিবিআই কর্মকর্তারা। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর লাশের পরিচয় মুছে ফেলতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। বাকিটা তদন্তের পর জানা যাবে।