যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত
যশোর প্রতিনিধি | ৪ মার্চ, ২০২১ ১৩:৩৮
যশোরের মণিরামপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শরিফুল ইসলাম (৬২) নামে এক ব্যক্তি মারা গেছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আব্দুর রহমান (২৭)।
বুধবার রাতে শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শরিফুল ইসলাম শ্যামকুড় ইউপির পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান, বুধবার রাত আটটা ২০ মিনিটের দিকে নিজেদের মোটরসাইকেলে চড়ে বাড়ি থেকে চিনাটোলা বাজারে যাচ্ছিলেন শরিফুল ইসলাম।
মোটরসাইকেল চালাচ্ছিলেন তার ছেলে আব্দুর রহমান। তারা শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাঁঠালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাবা-ছেলে দুইজনই গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান শরিফুল ইসলাম।
আহত আব্দুর রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চেয়ারম্যান মনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
যশোর প্রতিনিধি | ৪ মার্চ, ২০২১ ১৩:৩৮

যশোরের মণিরামপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শরিফুল ইসলাম (৬২) নামে এক ব্যক্তি মারা গেছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আব্দুর রহমান (২৭)।
বুধবার রাতে শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শরিফুল ইসলাম শ্যামকুড় ইউপির পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান, বুধবার রাত আটটা ২০ মিনিটের দিকে নিজেদের মোটরসাইকেলে চড়ে বাড়ি থেকে চিনাটোলা বাজারে যাচ্ছিলেন শরিফুল ইসলাম।
মোটরসাইকেল চালাচ্ছিলেন তার ছেলে আব্দুর রহমান। তারা শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাঁঠালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাবা-ছেলে দুইজনই গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান শরিফুল ইসলাম।
আহত আব্দুর রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চেয়ারম্যান মনি।