টঙ্গীর মাজার বস্তিতে আগুনে পুড়ল ৫০০ ঘর
নিজস্ব প্রতিবেদক | ২৭ নভেম্বর, ২০২১ ১১:২৭
গাজীপুরের টঙ্গীর এক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচশর বেশি ঘর।
টঙ্গীর সেনা কল্যাণ ভবনের পাশে মাজার বস্তিতে শনিবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, টঙ্গী ঝিলের উপর সরকারি জায়গায় গড়ে ওঠা ওই বস্তিতে আগুন লাগার খবর তারা পান ভোর ৩টা ৫৫ মিনিটে।
টঙ্গী ছাড়াও ঢাকার কুর্মিটোলা ও উত্তরার ফায়ার স্টেশনের নয়টি ইউনিটের কর্মীরা সেখানে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী দমকল বাহিনীর সিনিয়র কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ৫০০-এর বেশি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
আরও পড়ুন...টিকা নিতে যাওয়ার পথে অটোরিকশা উল্টে একজনের মৃত্যু
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৭ নভেম্বর, ২০২১ ১১:২৭

গাজীপুরের টঙ্গীর এক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচশর বেশি ঘর।
টঙ্গীর সেনা কল্যাণ ভবনের পাশে মাজার বস্তিতে শনিবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, টঙ্গী ঝিলের উপর সরকারি জায়গায় গড়ে ওঠা ওই বস্তিতে আগুন লাগার খবর তারা পান ভোর ৩টা ৫৫ মিনিটে।
টঙ্গী ছাড়াও ঢাকার কুর্মিটোলা ও উত্তরার ফায়ার স্টেশনের নয়টি ইউনিটের কর্মীরা সেখানে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী দমকল বাহিনীর সিনিয়র কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ৫০০-এর বেশি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
আরও পড়ুন...টিকা নিতে যাওয়ার পথে অটোরিকশা উল্টে একজনের মৃত্যু
শেয়ার করুন