চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ পশুহাটে আগুন, ১০-১২ লাখ টাকার ক্ষতি
চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৪ ডিসেম্বর, ২০২১ ০৯:০৬
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পাটকাঠির গাদা থেকে এই অগ্নিকাণ্ড ঘটে।
আগুন লাগার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়। অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা জানায়, আগুন পাটকাঠি ও বিচুলির গাদায় লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লেগে তাদের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার বিচুলি ও পাটকাঠি পুড়ে নষ্ট হয়ে যায়।
স্থানীয়রা অভিযোগ করেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা আগুন লাগার প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, পাটকাঠির স্তূপ থেকে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৪ ডিসেম্বর, ২০২১ ০৯:০৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পাটকাঠির গাদা থেকে এই অগ্নিকাণ্ড ঘটে।
আগুন লাগার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়। অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা জানায়, আগুন পাটকাঠি ও বিচুলির গাদায় লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লেগে তাদের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার বিচুলি ও পাটকাঠি পুড়ে নষ্ট হয়ে যায়।
স্থানীয়রা অভিযোগ করেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা আগুন লাগার প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, পাটকাঠির স্তূপ থেকে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।