আসামি নিয়ে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ২ এসআই নিহত
রবিউল হুসাইন, সোনারগাঁ | ১৭ জানুয়ারি, ২০২২ ২১:১০
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার দত্তপাড়া এলাকায় পুলিশ বহনকারী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে পুলিশের দুই এসআই নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশের আরও এক সদস্য।
সোমবার সন্ধ্যায় পৌরসভার কেন্দ্রীয় গণবিদ্যালয়-সোনারগাঁও থানা বাইপাস সড়কের দত্তপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যরা হলেন- কাজী সালেহ আহমেদ ও শরিফুল ইসলাম।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনারগাঁও থানার এসআই কাজী সালেহ আহমেদ, শরিফুল ইসলাম ও এএসআই রফিকুল দায়িত্ব পালন শেষে একটি ভাড়া করা প্রাইভেটকারযোগে থানায় ফিরছিলেন। পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পৌরসভার কেন্দ্রীয় গণবিদ্যালয়-সোনারগাঁও থানা বাইপাস সড়কের দত্তপাড়া নামক স্থানে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে দায়িত্বরত চিকিৎসক পুলিশের দুই এসআই কাজী সালেহ আহমেদ ও শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
একই সঙ্গে এএসআই রফিকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী স্থানীয় এনজিও কর্মী সবুজ চন্দ্র বলেন, পুলিশ সদস্যদের বহনকারী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে আমরা স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
সোনারগাঁও থানার কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আসামি নিয়ে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের দুই এসআই নিহত হয়েছেন। একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা কীভাবে ঘটেছে বিস্তারিত তদন্তের পর জানানো যাবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
রবিউল হুসাইন, সোনারগাঁ | ১৭ জানুয়ারি, ২০২২ ২১:১০

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার দত্তপাড়া এলাকায় পুলিশ বহনকারী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে পুলিশের দুই এসআই নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশের আরও এক সদস্য।
সোমবার সন্ধ্যায় পৌরসভার কেন্দ্রীয় গণবিদ্যালয়-সোনারগাঁও থানা বাইপাস সড়কের দত্তপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যরা হলেন- কাজী সালেহ আহমেদ ও শরিফুল ইসলাম।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনারগাঁও থানার এসআই কাজী সালেহ আহমেদ, শরিফুল ইসলাম ও এএসআই রফিকুল দায়িত্ব পালন শেষে একটি ভাড়া করা প্রাইভেটকারযোগে থানায় ফিরছিলেন। পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পৌরসভার কেন্দ্রীয় গণবিদ্যালয়-সোনারগাঁও থানা বাইপাস সড়কের দত্তপাড়া নামক স্থানে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে দায়িত্বরত চিকিৎসক পুলিশের দুই এসআই কাজী সালেহ আহমেদ ও শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
একই সঙ্গে এএসআই রফিকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী স্থানীয় এনজিও কর্মী সবুজ চন্দ্র বলেন, পুলিশ সদস্যদের বহনকারী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে আমরা স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
সোনারগাঁও থানার কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আসামি নিয়ে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের দুই এসআই নিহত হয়েছেন। একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা কীভাবে ঘটেছে বিস্তারিত তদন্তের পর জানানো যাবে।