সুন্দরবনে ২৭ কেজি হরিণের মাংসসহ একজন গ্রেপ্তার
বাগেরহাট প্রতিনিধি | ১৮ জানুয়ারি, ২০২২ ১৬:১১
সুন্দরবন থেকে শিকার করে নিয়ে আসা ২৭ কেজি হরিণের মাংসসহ একজনকে গ্রেপ্তার করেছে উপকূল রক্ষী বাহিনী কোস্টগার্ড।
সোমবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার চেয়ারম্যানের ঘাট এলাকায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে মো. জাফর সানা (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন।
আজ বিকেল তিনটার দিকে বাগেরহাটের মোংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের লেফট্যানেন্ট কমান্ডার এম মামুনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তবে সুন্দরবনের কোনো এলাকা থেকে ওই চোরা শিকারিরা এই চিত্রল হরিণটি শিকার করে এনেছে তা তারা উল্লেখ করেনি।
হরিণের মাংসসহ ওই ব্যক্তিকে সুন্দরবনের পশ্চিম বিভাগের কালাবগী ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. জাফর সানা খুলনার দাকোপ উপজেলার কালাবগী গ্রামের রহিম সানার ছেলে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বাগেরহাট প্রতিনিধি | ১৮ জানুয়ারি, ২০২২ ১৬:১১

সুন্দরবন থেকে শিকার করে নিয়ে আসা ২৭ কেজি হরিণের মাংসসহ একজনকে গ্রেপ্তার করেছে উপকূল রক্ষী বাহিনী কোস্টগার্ড।
সোমবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার চেয়ারম্যানের ঘাট এলাকায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে মো. জাফর সানা (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন।
আজ বিকেল তিনটার দিকে বাগেরহাটের মোংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের লেফট্যানেন্ট কমান্ডার এম মামুনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তবে সুন্দরবনের কোনো এলাকা থেকে ওই চোরা শিকারিরা এই চিত্রল হরিণটি শিকার করে এনেছে তা তারা উল্লেখ করেনি।
হরিণের মাংসসহ ওই ব্যক্তিকে সুন্দরবনের পশ্চিম বিভাগের কালাবগী ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. জাফর সানা খুলনার দাকোপ উপজেলার কালাবগী গ্রামের রহিম সানার ছেলে।
শেয়ার করুন