বাগেরহাটে তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
বাগেরহাট প্রতিনিধি | ২০ জানুয়ারি, ২০২২ ১৬:০৪
বাগেরহাটের মোরেলগঞ্জে বাক্প্রতিবন্ধী তরুণীকে (১৯) ধর্ষণের দায়ে মো. জাকির হোসেন ওরফে বাবু শেখ (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সাথে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. নূরে আলম এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আসামি মো. মো. জাকির হোসেন ওরফে বাবু শেখ বাবু শেখ জেলার মোরেলগঞ্জ পৌরসভার কুঠিবাড়ি আশ্রয় কেন্দ্রের মোবারক শেখের ছেলে।
এর আগে বুধবার একই আদালতের বিচারক এক গৃহবধূকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই নিয়ে এই বিচারক পরপর দুইদিন দুটি রায় ঘোষণা করলেন।
মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী রণজিত কুমার মন্ডল বিকেলে এই প্রতিবেদককে বলেন, ২০২০ সালের ২৬ মে মোরেলগঞ্জ পৌরসভার কুঠিবাড়ি আশ্রয় কেন্দ্রের ১৯ বছর বয়সী বাক্প্রতিবন্ধী তরুণীকে প্রতিবেশী বাবু শেখ ধর্ষণ করেন।
ঘটনার দুইদিন পর ২৮ মে ওই বাক্প্রতিবন্ধী তরুণীর ভাই বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মো. বাবু শেখের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক ঠাকুর দাস মন্ডল ওইদিনই অভিযান চালিয়ে আসামি বাবু শেখকে গ্রেপ্তার করে।
বাবু শেখ জিজ্ঞাসাবাদে ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করে। ঘটনার সত্যতা মেলায় মামলার তদন্ত কর্মকর্তা ঠাকুর দাস মন্ডল ২০২০ সালের ৩০ নভেম্বর বাবুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী অজিয়ার রহমান পিকলু।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বাগেরহাট প্রতিনিধি | ২০ জানুয়ারি, ২০২২ ১৬:০৪

বাগেরহাটের মোরেলগঞ্জে বাক্প্রতিবন্ধী তরুণীকে (১৯) ধর্ষণের দায়ে মো. জাকির হোসেন ওরফে বাবু শেখ (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সাথে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. নূরে আলম এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আসামি মো. মো. জাকির হোসেন ওরফে বাবু শেখ বাবু শেখ জেলার মোরেলগঞ্জ পৌরসভার কুঠিবাড়ি আশ্রয় কেন্দ্রের মোবারক শেখের ছেলে।
এর আগে বুধবার একই আদালতের বিচারক এক গৃহবধূকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই নিয়ে এই বিচারক পরপর দুইদিন দুটি রায় ঘোষণা করলেন।
মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী রণজিত কুমার মন্ডল বিকেলে এই প্রতিবেদককে বলেন, ২০২০ সালের ২৬ মে মোরেলগঞ্জ পৌরসভার কুঠিবাড়ি আশ্রয় কেন্দ্রের ১৯ বছর বয়সী বাক্প্রতিবন্ধী তরুণীকে প্রতিবেশী বাবু শেখ ধর্ষণ করেন।
ঘটনার দুইদিন পর ২৮ মে ওই বাক্প্রতিবন্ধী তরুণীর ভাই বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মো. বাবু শেখের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক ঠাকুর দাস মন্ডল ওইদিনই অভিযান চালিয়ে আসামি বাবু শেখকে গ্রেপ্তার করে।
বাবু শেখ জিজ্ঞাসাবাদে ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করে। ঘটনার সত্যতা মেলায় মামলার তদন্ত কর্মকর্তা ঠাকুর দাস মন্ডল ২০২০ সালের ৩০ নভেম্বর বাবুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী অজিয়ার রহমান পিকলু।