চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেয়া ‘ভুয়া ক্যাপ্টেন’ লড়ছেন ইউপি সদস্য পদে
গাইবান্ধা প্রতিনিধি | ২০ জানুয়ারি, ২০২২ ১৭:৩৯
সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে এক ভুয়া ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রেস কনফারেন্সে বিষয়টি সাংবাদিকদের জানান।
ওই ভুয়া ক্যাপ্টেনের প্রকৃত নাম মো. আব্দুর রাজ্জাক (৩০)। তিনি নিজেকে ক্যাপ্টেন সাগর চৌধুরী হিসেবে পরিচয় দিতেন। তার বাড়ি ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠেয় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুর রাজ্জাক।
প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভাগদরিয়া গ্রামের জর্ডান প্রবাসী এক নারীর সঙ্গে ফেইসবুকের মেসেঞ্জারে সাগর চৌধুরী নামে পরিচয় হয় আব্দুর রাজ্জাকের। তার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার ও ইমোতে কথোপকথনে আব্দুর রাজ্জাক নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে পরিচয় দেন। এরপর ওই নারীর ১৮ বছর বয়সী শিক্ষার্থী ভাইকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে তিন লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেন। টাকা পেয়ে আব্দুর রাজ্জাক ইমেইলের মাধ্যমে একটি ভুয়া নিয়োগপত্রও দেন।
পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই নারীর বাবা পুলিশের কাছে অভিযোগ দেন। অভিযোগ পেয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার সকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মুহাম্মদ তৌহিদুল ইসলাম আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রাজ্জাক প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এই ঘটনাটি ছাড়াও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে আরও অভিযোগ পাওয়া যাচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আবু খায়ের, ডিবির ওসি দিবাকর অধিকারী, জেলা ট্রাফিক ইনচার্জ (টিআই) নুর আলম সিদ্দিক, ডিবির উপপরিদর্শক (এসআই) নওশাদ, গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান মাসুদ ও সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
গাইবান্ধা প্রতিনিধি | ২০ জানুয়ারি, ২০২২ ১৭:৩৯

সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে এক ভুয়া ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রেস কনফারেন্সে বিষয়টি সাংবাদিকদের জানান।
ওই ভুয়া ক্যাপ্টেনের প্রকৃত নাম মো. আব্দুর রাজ্জাক (৩০)। তিনি নিজেকে ক্যাপ্টেন সাগর চৌধুরী হিসেবে পরিচয় দিতেন। তার বাড়ি ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠেয় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুর রাজ্জাক।
প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভাগদরিয়া গ্রামের জর্ডান প্রবাসী এক নারীর সঙ্গে ফেইসবুকের মেসেঞ্জারে সাগর চৌধুরী নামে পরিচয় হয় আব্দুর রাজ্জাকের। তার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার ও ইমোতে কথোপকথনে আব্দুর রাজ্জাক নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে পরিচয় দেন। এরপর ওই নারীর ১৮ বছর বয়সী শিক্ষার্থী ভাইকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে তিন লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেন। টাকা পেয়ে আব্দুর রাজ্জাক ইমেইলের মাধ্যমে একটি ভুয়া নিয়োগপত্রও দেন।
পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই নারীর বাবা পুলিশের কাছে অভিযোগ দেন। অভিযোগ পেয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার সকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মুহাম্মদ তৌহিদুল ইসলাম আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রাজ্জাক প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এই ঘটনাটি ছাড়াও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে আরও অভিযোগ পাওয়া যাচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আবু খায়ের, ডিবির ওসি দিবাকর অধিকারী, জেলা ট্রাফিক ইনচার্জ (টিআই) নুর আলম সিদ্দিক, ডিবির উপপরিদর্শক (এসআই) নওশাদ, গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান মাসুদ ও সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় প্রমুখ।