উখিয়ার আলোচিত ধর্ষণের মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার
শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ২০ জানুয়ারি, ২০২২ ১৯:১৩
কক্সবাজারের উখিয়ার আলোচিত ধর্ষণ মামলার আসামি দুলালকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব -১৫। দুলাল উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তেলী পাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫, সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মাে. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত বছরের ১৪ আগস্ট উখিয়ার রত্নাপালং ইউনিয়নে নবম শ্রেণির ১৫ বছরের এক স্কুলছাত্রী ধর্ষিত হয়। তার বাবা-মা চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রামে গেলে খালি বাড়িতে একা পেয়ে একই এলাকার বখাটে দুলাল অস্ত্রের ভয় দেখিয়ে কিশােরীকে রাতভর ধর্ষণ করে। ধর্ষণ শেষে সকালে কিশােরীকে তার বাড়ির আঙিনায় ফেলে রেখে যায়। ধর্ষণের বিষয়টি ভিকটিমের পরিবার অবগত হয়ে ভিকটিমকে হাসপাতালে চিকিৎসা দেয়। উক্ত ঘটনায় মা বাদী হয়ে গত ১৬ আগস্ট ধর্ষক দুলালকে প্রধান আসামি করে উখিয়া থানায় মামলা করেন।
উক্ত ঘটনাটি -১৫ র্যাব অবগত হয়ে ঘটনায় জড়িত দুলালকে ধরতে ছায়াতদন্ত শুরু করে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, দুলালকে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকা থেকে গ্রেপ্তার করে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ২০ জানুয়ারি, ২০২২ ১৯:১৩

কক্সবাজারের উখিয়ার আলোচিত ধর্ষণ মামলার আসামি দুলালকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব -১৫। দুলাল উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তেলী পাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫, সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মাে. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত বছরের ১৪ আগস্ট উখিয়ার রত্নাপালং ইউনিয়নে নবম শ্রেণির ১৫ বছরের এক স্কুলছাত্রী ধর্ষিত হয়। তার বাবা-মা চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রামে গেলে খালি বাড়িতে একা পেয়ে একই এলাকার বখাটে দুলাল অস্ত্রের ভয় দেখিয়ে কিশােরীকে রাতভর ধর্ষণ করে। ধর্ষণ শেষে সকালে কিশােরীকে তার বাড়ির আঙিনায় ফেলে রেখে যায়। ধর্ষণের বিষয়টি ভিকটিমের পরিবার অবগত হয়ে ভিকটিমকে হাসপাতালে চিকিৎসা দেয়। উক্ত ঘটনায় মা বাদী হয়ে গত ১৬ আগস্ট ধর্ষক দুলালকে প্রধান আসামি করে উখিয়া থানায় মামলা করেন।
উক্ত ঘটনাটি -১৫ র্যাব অবগত হয়ে ঘটনায় জড়িত দুলালকে ধরতে ছায়াতদন্ত শুরু করে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, দুলালকে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকা থেকে গ্রেপ্তার করে।