তিন ও দুই ডোজ টিকা নিয়েও করোনা আক্রান্ত সিরাজগঞ্জের দুই সংসদ সদস্য
নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২২ ২৩:০৯
একজন বুস্টার ডোজ ও আরেকজন দুইটি টিকা নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জের দুই সংসদ সদস্য।
তারা হলেন- সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর) আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ সরকার।
শুক্রবার সংসদ সদস্য তানভীর শাকিল জয় গণমাধ্যমকে জানান, তিনি দুটি করোনাভাইরাস টিকা এবং তারপর বুস্টার ডোজও নিয়েছেন।
তিনি বলেন, তবু নমুনা পরীক্ষায় গত ১৯ জানুয়ারি তৃতীয়বারের মত করোনাভাইরাস ধরা পড়েছে। তবে ঠাণ্ডা ছাড়া তেমন কোনো সমস্যা হচ্ছে না। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।”
অন্যদিকে, সংসদ সদস্য আব্দুল আজিজ সরকার বলেন, তিনি দ্বিতীয় টিকা নেওয়ার পর আবার আক্রান্ত হয়েছেন, যা সাত দিন আগে ধরা পড়েছে। সর্দি-কাশি আছে। তেমন সমস্যা হচ্ছে না। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।
এছাড়া সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মণ্ডল, কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী ও জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েলও করোনায় আক্রান্তভাইরাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিক হওয়া গেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২২ ২৩:০৯

একজন বুস্টার ডোজ ও আরেকজন দুইটি টিকা নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জের দুই সংসদ সদস্য।
তারা হলেন- সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর) আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ সরকার।
শুক্রবার সংসদ সদস্য তানভীর শাকিল জয় গণমাধ্যমকে জানান, তিনি দুটি করোনাভাইরাস টিকা এবং তারপর বুস্টার ডোজও নিয়েছেন।
তিনি বলেন, তবু নমুনা পরীক্ষায় গত ১৯ জানুয়ারি তৃতীয়বারের মত করোনাভাইরাস ধরা পড়েছে। তবে ঠাণ্ডা ছাড়া তেমন কোনো সমস্যা হচ্ছে না। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।”
অন্যদিকে, সংসদ সদস্য আব্দুল আজিজ সরকার বলেন, তিনি দ্বিতীয় টিকা নেওয়ার পর আবার আক্রান্ত হয়েছেন, যা সাত দিন আগে ধরা পড়েছে। সর্দি-কাশি আছে। তেমন সমস্যা হচ্ছে না। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।
এছাড়া সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মণ্ডল, কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী ও জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েলও করোনায় আক্রান্তভাইরাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিক হওয়া গেছে।