নারীকে কুপিয়ে হত্যার পর বস্তায় ভরে ফেলা হল ক্ষেতে
শেরপুর প্রতিনিধি | ২২ জানুয়ারি, ২০২২ ১৩:৪৪
শেরপুরে একটি আবাদি জমি থেকে রক্তমাখা বস্তাবন্দী অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে সদর থানা-পুলিশ।
শনিবার সকাল নয়টার দিকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া এলাকায় লাশটি পাওয়া যায়।
তাৎক্ষণিক লাশের পরিচয় শনাক্ত হয়নি। তবে পরিচয় শনাক্ত করতে সিআইডি র্যাব এবং পিবিআইএর টিম কাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, সকালের দিকে কৃষকেরা ক্ষেতে কাজ করতে বের হলে বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা চল্লিশোর্ধ্ব নারীকে কুপিয়ে এবং ঘাড় মটকিয়ে হত্যা করে তার লাশ বস্তায় করে ফেলে রেখে যায় বলে পুলিশ ধারণা করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমদ জানিয়েছেন, লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে মর্গে প্রেরণ করা ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
শেরপুর প্রতিনিধি | ২২ জানুয়ারি, ২০২২ ১৩:৪৪

শেরপুরে একটি আবাদি জমি থেকে রক্তমাখা বস্তাবন্দী অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে সদর থানা-পুলিশ।
শনিবার সকাল নয়টার দিকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া এলাকায় লাশটি পাওয়া যায়।
তাৎক্ষণিক লাশের পরিচয় শনাক্ত হয়নি। তবে পরিচয় শনাক্ত করতে সিআইডি র্যাব এবং পিবিআইএর টিম কাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, সকালের দিকে কৃষকেরা ক্ষেতে কাজ করতে বের হলে বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা চল্লিশোর্ধ্ব নারীকে কুপিয়ে এবং ঘাড় মটকিয়ে হত্যা করে তার লাশ বস্তায় করে ফেলে রেখে যায় বলে পুলিশ ধারণা করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমদ জানিয়েছেন, লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে মর্গে প্রেরণ করা ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শেয়ার করুন