মনোহরদীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
নরসিংদী প্রতিনিধি | ২২ জানুয়ারি, ২০২২ ১৫:৫৪
নরসিংদীর মনোহরদীতে যাত্রীবাহী পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপুল মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার সকালে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের বগাদি বাজারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপুল মিয়া গাজীপুরের কাপাসিয়া উপজেলার চর সন্মানিয়া গ্রামের তাইজ উদ্দীনের ছেলে। আহতরা হলেন- একই এলাকার ইমন (২৪) ও জুয়েল (২৩)।
স্থানীয়রা জানায়, শনিবার ভোরে একটি মোটরসাইকেলযোগে বিপুল মিয়া ও তার দুই সহযোগীকে নিয়ে একদুয়ারিয়া ইউনিয়নের মুন্ডলদিয়া গ্রামে ব্যাডমিন্টন খেলা শেষে বিজয় উল্লাস করে বন্ধুদের সাথে করে নিজ বাড়ি কাপাসিয়ার সন্মানিয়াতে যাচ্ছিলেন।
পথে বগাদি বাজার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে করে তিনজনই গুরুতর আহত হয়। এ সময় সাথে থাকা লোকজন আহতদের দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুল মিয়াকে মৃত ঘোষণা করেন। আর আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএনএম মিজানুর রহমান বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় আঘাত প্রাপ্ত দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে বিপুল মিয়া পথিমধ্যেই মারা গিয়েছিল। বিপুল মিয়ার মাথায় ডান পাশে, হাঁটুতে ও এলভো জয়েন্টে এ আঘাতের চিহ্ন ছিল। আর অপর আহত ইমন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গিয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছে শুনেছি। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নরসিংদী প্রতিনিধি | ২২ জানুয়ারি, ২০২২ ১৫:৫৪

নরসিংদীর মনোহরদীতে যাত্রীবাহী পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপুল মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার সকালে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের বগাদি বাজারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপুল মিয়া গাজীপুরের কাপাসিয়া উপজেলার চর সন্মানিয়া গ্রামের তাইজ উদ্দীনের ছেলে। আহতরা হলেন- একই এলাকার ইমন (২৪) ও জুয়েল (২৩)।
স্থানীয়রা জানায়, শনিবার ভোরে একটি মোটরসাইকেলযোগে বিপুল মিয়া ও তার দুই সহযোগীকে নিয়ে একদুয়ারিয়া ইউনিয়নের মুন্ডলদিয়া গ্রামে ব্যাডমিন্টন খেলা শেষে বিজয় উল্লাস করে বন্ধুদের সাথে করে নিজ বাড়ি কাপাসিয়ার সন্মানিয়াতে যাচ্ছিলেন।
পথে বগাদি বাজার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে করে তিনজনই গুরুতর আহত হয়। এ সময় সাথে থাকা লোকজন আহতদের দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুল মিয়াকে মৃত ঘোষণা করেন। আর আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএনএম মিজানুর রহমান বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় আঘাত প্রাপ্ত দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে বিপুল মিয়া পথিমধ্যেই মারা গিয়েছিল। বিপুল মিয়ার মাথায় ডান পাশে, হাঁটুতে ও এলভো জয়েন্টে এ আঘাতের চিহ্ন ছিল। আর অপর আহত ইমন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গিয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছে শুনেছি। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।