শাহজাদপুরে কলেজ ছাত্রীর উপবৃত্তির টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকার
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদ দাতা | ২৫ জানুয়ারি, ২০২২ ২২:৩৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক কলেজ ছাত্রীর উপবৃত্তির টাকা হ্যাক করে হাতিয়ে নেওয়া অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার শাহজাদপুর পৌর এলাকার শেরখালীর বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী আমেনা খাতুন এই অবিযোগ করেন। তিনি বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের ছাত্রী ও খাতুন উপজেলার উল্টাডাব গ্রামের আলী আকবরের মেয়ে।
তিনি অভিযোগ করেন, সোমবার রাত ৮টায় তার মোবাইলের বিকাশ একাউন্টে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির ২ হাজার ৪০০ টাকা জমা হয় । পর দিন মঙ্গলবার সকালে মোবাইল থেকে ক্যাশ আউট করতে গেলে দেখি আমার একাউন্টে মাত্র ৬০টাকা রয়েছে। পরে বিকাশ কেয়ার সেন্টারে যোগাযোগ করলে তারা জানায়, সোমবার রাত ১০টায় আমার বিকাশ নম্বর হ্যাক করে হ্যাকার টাকা তুলে নিয়েছে । পরে উক্ত নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও বিকাশ এজেন্ট ফোন রিসিভ করেনি।
ভুক্তভোগী আমেনা আরও জানায়, এ বিষয়ে শাহজাদপুর থানায় অভিযোগ জানাতে গেলে থানা থেকে তাকে বলা হয়, বিকাশ এজেন্টের নাম ঠিকানাসহ বিস্তারিত বিবরণ লিখে থানায় একটি আবেদন করতে।
বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুল হক জানান, ছাত্রীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা খুবই দুঃখজনক। তিনি বলেন, বিকাশ মোবাইল ব্যাংকিং সিকিউরিটি সিস্টেমের দূর্বলতার কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদ দাতা | ২৫ জানুয়ারি, ২০২২ ২২:৩৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক কলেজ ছাত্রীর উপবৃত্তির টাকা হ্যাক করে হাতিয়ে নেওয়া অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার শাহজাদপুর পৌর এলাকার শেরখালীর বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী আমেনা খাতুন এই অবিযোগ করেন। তিনি বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের ছাত্রী ও খাতুন উপজেলার উল্টাডাব গ্রামের আলী আকবরের মেয়ে।
তিনি অভিযোগ করেন, সোমবার রাত ৮টায় তার মোবাইলের বিকাশ একাউন্টে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির ২ হাজার ৪০০ টাকা জমা হয় । পর দিন মঙ্গলবার সকালে মোবাইল থেকে ক্যাশ আউট করতে গেলে দেখি আমার একাউন্টে মাত্র ৬০টাকা রয়েছে। পরে বিকাশ কেয়ার সেন্টারে যোগাযোগ করলে তারা জানায়, সোমবার রাত ১০টায় আমার বিকাশ নম্বর হ্যাক করে হ্যাকার টাকা তুলে নিয়েছে । পরে উক্ত নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও বিকাশ এজেন্ট ফোন রিসিভ করেনি।
ভুক্তভোগী আমেনা আরও জানায়, এ বিষয়ে শাহজাদপুর থানায় অভিযোগ জানাতে গেলে থানা থেকে তাকে বলা হয়, বিকাশ এজেন্টের নাম ঠিকানাসহ বিস্তারিত বিবরণ লিখে থানায় একটি আবেদন করতে।
বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুল হক জানান, ছাত্রীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা খুবই দুঃখজনক। তিনি বলেন, বিকাশ মোবাইল ব্যাংকিং সিকিউরিটি সিস্টেমের দূর্বলতার কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে।