ঝিনাইদহে ট্রাকচাপায় প্রাণ গেল কলেজশিক্ষকের
ঝিনাইদহ প্রতিনিধি | ২৬ জানুয়ারি, ২০২২ ১৩:২১
ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাক চাপায় মহিদুল ইসলাম (৫১) নামের এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।
বুধবার দুপুরে ঝিনাইদহ গান্না-বাজারগোপালপুর সড়কের মাধবপুর পশু হাটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিদুল ইসলাম গান্না আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা জানান, মহিদুল ইসলাম কলেজ থেকে মোটরসাইকেলযোগে মহিদুল ইসলাম বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঝিনাইদহ প্রতিনিধি | ২৬ জানুয়ারি, ২০২২ ১৩:২১

ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাক চাপায় মহিদুল ইসলাম (৫১) নামের এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।
বুধবার দুপুরে ঝিনাইদহ গান্না-বাজারগোপালপুর সড়কের মাধবপুর পশু হাটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিদুল ইসলাম গান্না আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা জানান, মহিদুল ইসলাম কলেজ থেকে মোটরসাইকেলযোগে মহিদুল ইসলাম বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।
শেয়ার করুন