নারায়ণগঞ্জে দলিল জালিয়াতির মামলায় মহানগর জাপা’র আহ্বায়ক রিমান্ডে
নারায়ণগঞ্জ প্রতিনিধি | ১৬ মে, ২০২২ ১৬:৪৫
নারায়ণগঞ্জে জাল দলিল তৈরি করে সাড়ে ১৪ একর জমি বিক্রির অভিযোগে দায়েরকৃত মামলায় মহানগর জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরীকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার (১১ মে) বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা-পুলিশ।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের মঞ্জুর করেন।
এর আগে, আদালতে বাদীপক্ষের আইনজীবী বক্তব্য রাখার সময় আসামি পক্ষের আইনজীবীরা বাধা দেন। তখন বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি হয় উভয় পক্ষের মধ্যে।
জানা গেছে, গত ৮ মে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন (নং ১৩৩) দায়ের করেন জনৈক আজিজুর রহমান মিঠু।
আদালতের বিচারক জাল দলিল তৈরির অভিযোগটিকে গুরুতর উল্লেখ করে অধিকতর তদন্তের জন্য মামলাটি রেকর্ড করতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
সেই নির্দেশের আলোকে মঙ্গলবার রাতে সদর মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয়। পরে বুধবার তাকে বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু এক বিবৃতিতে গিয়াসউদ্দিন জাতীয় পার্টির কেউ না বলে উল্লেখ করেন।
তিনি মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নয় বলেও বিবৃতিতে উল্লেখ করেন।
এদিকে গ্রেপ্তার গিয়াসউদ্দিন চৌধুরীর ছেলে রিয়াজউদ্দিন চৌধুরী দাবি করেন, কিছুদিন পূর্বেও সানাউল্লাহ সানুর সঙ্গে এক মঞ্চে মহানগর জাপার আহ্বায়ক হিসেবে সভা সমাবেশ করেছেন আমার বাবা। হঠাৎ করে ষড়যন্ত্রমূলকভাবে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে। যারা এই মামলা দায়ের করেছেন তাদের বিরুদ্ধে আমার বাবা কয়েক দিন আগে জোরপূর্বক চেক লিখিয়ে নেওয়াসহ দলিল সম্পাদনের পৃথক মামলা করেছেন আদালতে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নারায়ণগঞ্জ প্রতিনিধি | ১৬ মে, ২০২২ ১৬:৪৫

নারায়ণগঞ্জে জাল দলিল তৈরি করে সাড়ে ১৪ একর জমি বিক্রির অভিযোগে দায়েরকৃত মামলায় মহানগর জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরীকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার (১১ মে) বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা-পুলিশ।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের মঞ্জুর করেন।
এর আগে, আদালতে বাদীপক্ষের আইনজীবী বক্তব্য রাখার সময় আসামি পক্ষের আইনজীবীরা বাধা দেন। তখন বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি হয় উভয় পক্ষের মধ্যে।
জানা গেছে, গত ৮ মে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন (নং ১৩৩) দায়ের করেন জনৈক আজিজুর রহমান মিঠু।
আদালতের বিচারক জাল দলিল তৈরির অভিযোগটিকে গুরুতর উল্লেখ করে অধিকতর তদন্তের জন্য মামলাটি রেকর্ড করতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
সেই নির্দেশের আলোকে মঙ্গলবার রাতে সদর মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয়। পরে বুধবার তাকে বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু এক বিবৃতিতে গিয়াসউদ্দিন জাতীয় পার্টির কেউ না বলে উল্লেখ করেন।
তিনি মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নয় বলেও বিবৃতিতে উল্লেখ করেন।
এদিকে গ্রেপ্তার গিয়াসউদ্দিন চৌধুরীর ছেলে রিয়াজউদ্দিন চৌধুরী দাবি করেন, কিছুদিন পূর্বেও সানাউল্লাহ সানুর সঙ্গে এক মঞ্চে মহানগর জাপার আহ্বায়ক হিসেবে সভা সমাবেশ করেছেন আমার বাবা। হঠাৎ করে ষড়যন্ত্রমূলকভাবে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে। যারা এই মামলা দায়ের করেছেন তাদের বিরুদ্ধে আমার বাবা কয়েক দিন আগে জোরপূর্বক চেক লিখিয়ে নেওয়াসহ দলিল সম্পাদনের পৃথক মামলা করেছেন আদালতে।