যৌথ টহল ও মহড়ায় অংশ নিতে মোংলায় ২ ভারতীয় জাহাজ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি | ২৪ মে, ২০২২ ১৭:৩৭
বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনীর অংশগ্রহণে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে যৌথ টহল 'করপ্যাট' (সমন্বিত টহল) ও দ্বিপক্ষীয় মহড়া 'বঙ্গোপসাগর'।
এ টহল ও মহড়া গত ২২ মে থেকে শুরু হয়েছে যা চলবে ২৭ মে পর্যন্ত।
ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস কোরা, আইএনএস সুমেধা ও বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা আলী হায়দার এবং আবু উবাইদাহ এ টহল ও মহড়ায় অংশ নেয়।
মঙ্গলবার বিকেলে ভারতীয় জাহাজ দুটি মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটিতে এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল তাদের অভিবাদন জানায়।
এ সময় নৌবাহিনীর মোংলা ঘাটির অধিনায়ক ক্যাপ্টেন মোশাররফ হোসেন জাহাজ দুটিকে অভ্যর্থনা জানান।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইসামীসহ বাংলাদেশে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতীয় জাহাজ কোরার কমান্ডার প্রদীপ কুমারের নেতৃত্বে ১৪ কর্মকর্তা, ১২১ নাবিক ও সুমেধার কমান্ডার সুমিত মালিকের নেতৃত্বে ১২ কর্মকর্তা ও ১১০ নাবিক বঙ্গোপসাগরে টহল ও মহড়া অংশ নিচ্ছেন।
বাংলাদেশ-ভারতের মধ্যকার পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরো জোরদারে ২০১৮ সাল থেকে এ যৌথ টহল অনুষ্ঠিত হয়ে আসছে।
মূলত দুই দেশের সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানবপাচার, দস্যুতা ও মাদক পাচারসহ অপরাধমুলক কর্মকাণ্ড নিরসনে এ যৌথ টহল ও মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে।
আগামী ২৬ ও ২৭ মে বঙ্গোপসাগরে অনুষ্ঠিতব্য যৌথ মহড়া 'বঙ্গোপসাগর' এ অংশগ্রহণ শেষে ভারতীয় এ জাহাজ দুটি ২৭ মে নিজ দেশে প্রত্যাবর্তন করবে
শেয়ার করুন
এই পাতার আরো খবর
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি | ২৪ মে, ২০২২ ১৭:৩৭

বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনীর অংশগ্রহণে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে যৌথ টহল 'করপ্যাট' (সমন্বিত টহল) ও দ্বিপক্ষীয় মহড়া 'বঙ্গোপসাগর'।
এ টহল ও মহড়া গত ২২ মে থেকে শুরু হয়েছে যা চলবে ২৭ মে পর্যন্ত।
ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস কোরা, আইএনএস সুমেধা ও বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা আলী হায়দার এবং আবু উবাইদাহ এ টহল ও মহড়ায় অংশ নেয়।
মঙ্গলবার বিকেলে ভারতীয় জাহাজ দুটি মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটিতে এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল তাদের অভিবাদন জানায়।
এ সময় নৌবাহিনীর মোংলা ঘাটির অধিনায়ক ক্যাপ্টেন মোশাররফ হোসেন জাহাজ দুটিকে অভ্যর্থনা জানান।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইসামীসহ বাংলাদেশে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতীয় জাহাজ কোরার কমান্ডার প্রদীপ কুমারের নেতৃত্বে ১৪ কর্মকর্তা, ১২১ নাবিক ও সুমেধার কমান্ডার সুমিত মালিকের নেতৃত্বে ১২ কর্মকর্তা ও ১১০ নাবিক বঙ্গোপসাগরে টহল ও মহড়া অংশ নিচ্ছেন।
বাংলাদেশ-ভারতের মধ্যকার পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরো জোরদারে ২০১৮ সাল থেকে এ যৌথ টহল অনুষ্ঠিত হয়ে আসছে।
মূলত দুই দেশের সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানবপাচার, দস্যুতা ও মাদক পাচারসহ অপরাধমুলক কর্মকাণ্ড নিরসনে এ যৌথ টহল ও মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে।
আগামী ২৬ ও ২৭ মে বঙ্গোপসাগরে অনুষ্ঠিতব্য যৌথ মহড়া 'বঙ্গোপসাগর' এ অংশগ্রহণ শেষে ভারতীয় এ জাহাজ দুটি ২৭ মে নিজ দেশে প্রত্যাবর্তন করবে