খুলনায় শ্বাসমূলের ‘প্রকৃতি পাঠ ও নির্মিতি’
নিজস্ব প্রতিবেদক | ২৫ মে, ২০২২ ২১:৫৯
খুলনার শিল্প সংগঠন শ্বাসমূল আর্ট আয়োজন করেছে ৭দিনব্যাপী প্রকৃতি পাঠ ও নির্মিতি শিরোনামে লোক-জীবনভিত্তিক সমকালীন শিল্পানুশীলন।
তৃতীয়বারের আয়োজনটি চলছে খুলনার দাকোপ উপজেলার চান্নির চক গ্রামে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, শান্তি নিকেতন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র ছাত্রী ও গ্রামের শিল্পানুরাগী মানুষেরা অংশগ্রহণ করছেন।
আয়োজকেরা জানান, ২১ মে শুরু হওয়া এই আয়োজন চলবে ২৭ মে শুক্রবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৫ মে, ২০২২ ২১:৫৯

খুলনার শিল্প সংগঠন শ্বাসমূল আর্ট আয়োজন করেছে ৭দিনব্যাপী প্রকৃতি পাঠ ও নির্মিতি শিরোনামে লোক-জীবনভিত্তিক সমকালীন শিল্পানুশীলন।
তৃতীয়বারের আয়োজনটি চলছে খুলনার দাকোপ উপজেলার চান্নির চক গ্রামে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, শান্তি নিকেতন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র ছাত্রী ও গ্রামের শিল্পানুরাগী মানুষেরা অংশগ্রহণ করছেন।
আয়োজকেরা জানান, ২১ মে শুরু হওয়া এই আয়োজন চলবে ২৭ মে শুক্রবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
শেয়ার করুন