থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, দুইজন নিহত
বান্দরবান প্রতিনিধি | ২৬ মে, ২০২২ ১৩:৪২
বান্দরবানের থানচির জীবন নগরে পর্যটকবাহী গাড়ি গভীর খাদে পড়ে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
তাদের মধ্যে আহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ওয়াহিদ ও হামিদুল ইসলাম। আহত হামিদুল ইসলাম স্টেট এন্ড লিগ্যাল অফিসের সিনিয়র সিকিউরিটি গার্ড। অন্যদের নাম এখনো পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার (২৬মে) সকাল সাড়ে ১০টার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ৯ জনের একটি দল এক্স নোহা নিয়ে বান্দরবানে আসে। সকালে বান্দরবান থেকে তারা থানচি যাবার পথে জীবন নগর নামক স্থানে গাড়িটি প্রায় দুই হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজন মারা যায়। এরমধ্যে আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে থানচি ও বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নিয়ে আসলে আহতদের মধ্যে এক জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। বাকীদের এখনো উদ্ধারে অভিযান চলছে। থেমে থেমে বৃষ্টি হওয়ায় উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর।
এ বিষয়ে থানচি থানার ইউএনও রাহুল চন্দ জানান, উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আহত ও নিহতরা বুয়েটের নিরাপত্তা শাখার।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বান্দরবান প্রতিনিধি | ২৬ মে, ২০২২ ১৩:৪২

বান্দরবানের থানচির জীবন নগরে পর্যটকবাহী গাড়ি গভীর খাদে পড়ে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
তাদের মধ্যে আহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ওয়াহিদ ও হামিদুল ইসলাম। আহত হামিদুল ইসলাম স্টেট এন্ড লিগ্যাল অফিসের সিনিয়র সিকিউরিটি গার্ড। অন্যদের নাম এখনো পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার (২৬মে) সকাল সাড়ে ১০টার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ৯ জনের একটি দল এক্স নোহা নিয়ে বান্দরবানে আসে। সকালে বান্দরবান থেকে তারা থানচি যাবার পথে জীবন নগর নামক স্থানে গাড়িটি প্রায় দুই হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজন মারা যায়। এরমধ্যে আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে থানচি ও বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নিয়ে আসলে আহতদের মধ্যে এক জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। বাকীদের এখনো উদ্ধারে অভিযান চলছে। থেমে থেমে বৃষ্টি হওয়ায় উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর।
এ বিষয়ে থানচি থানার ইউএনও রাহুল চন্দ জানান, উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আহত ও নিহতরা বুয়েটের নিরাপত্তা শাখার।