নির্যাতিতদের সমর্থনে আর্ন্তজাতিক সংহতি দিবসে ছেলে হারানো মায়ের আহাজারি
ফেনী প্রতিনিধি | ২৬ জুন, ২০২২ ২১:৪০
সারাদেশে গুমের শিকার হওয়ায় ব্যক্তির মায়েদের নিয়ে সংগঠন ‘মায়ের ডাক’ ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, ফেনী’র আয়োজনে নির্যাতিতদের সমর্থনে আর্ন্তজাতিক সংহতি দিবসে মতবিনিময় সভার আয়োজন হয়েছে।
রোববার দুপুরে ফেনী রিপোটার্স ইউনিটির সভাকক্ষে মতবিনিময় সভায় বিচারের দাবিতে ছেলে হারানো মায়ের আহাজারিতে ভারি হয়ে ওঠে সভাস্থল। মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, ফেনী’র ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার কর্মী শেখ আশিকুন নবী সজিব।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুমের স্বীকার হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা। বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি রবিউল হক রবি, সাপ্তাহিক স্বদেশ পত্র পত্রিকার সম্পাদক নুর নবী জীবন, দৈনিক ইনকিলাব’র জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শফি উল্যাহ রিপন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, শিক্ষক এম ডি মোশারফ, গুমের স্বীকার হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মেজ ভাই মোস্তাফিজুর রহমান প্রমুখ।
মানববন্ধনে গুম হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা পরিবারের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বলেন, ‘আমার মতো অভাগা মা গুমের শিকার হওয়া ছেলের সন্ধান দাবিতে দ্বারে দ্বারে ঘুরে ৮ বছরও মেলেনি সন্ধান। ৮ বছর আগে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হলেও মামলা নেয়নি থানা। আজও হদিস পাইনি ছেলের।’
ছেলেকে ফেরত দেওয়াসহ রিপনের মত আর কোনো ব্যাক্তি যেন গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার দাবিও জানান মা রৌশন আরা।
মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, কনভেনশন এগনইস্ট টর্চার এর অপশনাল প্রোটকল অনুমোদন এবং ২০১৩ সালের গৃহীত নির্যাতন বিরোধী আইনের পূর্ন বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
মতবিনিময় সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহিদ হোসেন বাবলু, দৈনিক জনতা’র জেলা প্রতিনিধি মফিজুর রহমান, মানবাধিকার কর্মী আবদুস সালাম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান, কবি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিক সোহেলসহ সাংবাদিক, শিক্ষক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ফেনী প্রতিনিধি | ২৬ জুন, ২০২২ ২১:৪০

সারাদেশে গুমের শিকার হওয়ায় ব্যক্তির মায়েদের নিয়ে সংগঠন ‘মায়ের ডাক’ ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, ফেনী’র আয়োজনে নির্যাতিতদের সমর্থনে আর্ন্তজাতিক সংহতি দিবসে মতবিনিময় সভার আয়োজন হয়েছে।
রোববার দুপুরে ফেনী রিপোটার্স ইউনিটির সভাকক্ষে মতবিনিময় সভায় বিচারের দাবিতে ছেলে হারানো মায়ের আহাজারিতে ভারি হয়ে ওঠে সভাস্থল। মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, ফেনী’র ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার কর্মী শেখ আশিকুন নবী সজিব।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুমের স্বীকার হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা। বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি রবিউল হক রবি, সাপ্তাহিক স্বদেশ পত্র পত্রিকার সম্পাদক নুর নবী জীবন, দৈনিক ইনকিলাব’র জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শফি উল্যাহ রিপন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, শিক্ষক এম ডি মোশারফ, গুমের স্বীকার হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মেজ ভাই মোস্তাফিজুর রহমান প্রমুখ।
মানববন্ধনে গুম হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা পরিবারের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বলেন, ‘আমার মতো অভাগা মা গুমের শিকার হওয়া ছেলের সন্ধান দাবিতে দ্বারে দ্বারে ঘুরে ৮ বছরও মেলেনি সন্ধান। ৮ বছর আগে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হলেও মামলা নেয়নি থানা। আজও হদিস পাইনি ছেলের।’
ছেলেকে ফেরত দেওয়াসহ রিপনের মত আর কোনো ব্যাক্তি যেন গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার দাবিও জানান মা রৌশন আরা।
মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, কনভেনশন এগনইস্ট টর্চার এর অপশনাল প্রোটকল অনুমোদন এবং ২০১৩ সালের গৃহীত নির্যাতন বিরোধী আইনের পূর্ন বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
মতবিনিময় সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহিদ হোসেন বাবলু, দৈনিক জনতা’র জেলা প্রতিনিধি মফিজুর রহমান, মানবাধিকার কর্মী আবদুস সালাম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান, কবি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিক সোহেলসহ সাংবাদিক, শিক্ষক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।