‘দেনা ও হতাশায়’ প্রধান শিক্ষকের আত্মহত্যা
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি | ২৯ জুন, ২০২২ ১৮:০৪
চট্টগ্রামের কর্ণফুলীতে গলায় ফাঁস দিয়ে জয় চ্যাটার্জি (৪৮) নামে এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি দেনায় জর্জর ও হতাশাগ্রস্ত ছিলেন বলে জানা গেছে।
তার বাড়ি পটিয়া উপজেলায়। বাবার নাম মৃত স্বামীপ্রিয় চ্যাটার্জি। তিনি ভাড়া বাসার কক্ষ বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়।
এসব বিষয় নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
তিনি বলেন, শিক্ষক জয় চ্যাটার্জি দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। দেনা-পাওনায় অনেকটা জর্জরিত ছিলেন তিনি। তা ছাড়া তার কোনো স্ত্রী-সন্তান নেই। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ে করেননি তিনি। কিছুদিন আগে তার মা মারা যান। সব মিলিয়ে দুশ্চিন্তা আর হতাশা থেকে ওই শিক্ষক আত্মহত্যা করেছেন বলে ধারণা।
ওসি দুলাল মাহমুদ বলেন, শিক্ষকের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ওই শিক্ষক কয়েক বছর আগেও কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সে সময় নৌকার মাঝিরা তাকে উদ্ধার করে প্রাণে বাঁচান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি | ২৯ জুন, ২০২২ ১৮:০৪

চট্টগ্রামের কর্ণফুলীতে গলায় ফাঁস দিয়ে জয় চ্যাটার্জি (৪৮) নামে এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি দেনায় জর্জর ও হতাশাগ্রস্ত ছিলেন বলে জানা গেছে।
তার বাড়ি পটিয়া উপজেলায়। বাবার নাম মৃত স্বামীপ্রিয় চ্যাটার্জি। তিনি ভাড়া বাসার কক্ষ বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়।
এসব বিষয় নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
তিনি বলেন, শিক্ষক জয় চ্যাটার্জি দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। দেনা-পাওনায় অনেকটা জর্জরিত ছিলেন তিনি। তা ছাড়া তার কোনো স্ত্রী-সন্তান নেই। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ে করেননি তিনি। কিছুদিন আগে তার মা মারা যান। সব মিলিয়ে দুশ্চিন্তা আর হতাশা থেকে ওই শিক্ষক আত্মহত্যা করেছেন বলে ধারণা।
ওসি দুলাল মাহমুদ বলেন, শিক্ষকের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ওই শিক্ষক কয়েক বছর আগেও কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সে সময় নৌকার মাঝিরা তাকে উদ্ধার করে প্রাণে বাঁচান।