সাংবাদিক ফেলোশিপ পুরস্কার পেলেন দেশ রূপান্তরের রবিউল
নিজস্ব প্রতিবেদক | ২৯ জুন, ২০২২ ২৩:০১
সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃক প্রবর্তিত সাংবাদিক ফেলোশিপ পুরস্কার-২০২২ পেয়েছেন দেশ রূপান্তরের সোনারগাঁ প্রতিনিধি রবিউল হুসাইন।
প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পেয়েছেন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবার পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার সকালে ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার প্রদান করবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক মো. রবিউল ইসলাম, ডিসপ্লে কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রবর্তিত সাংবাদিক ফেলোশিপ পুরস্কার-২০২২ এর জন্য এ বছর প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার দুজন সাংবাদিককে নির্বাচিত করা হয়। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
ইলেক্টনিক্স মিডিয়া ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বেসরকারী স্যাটেলাইট চ্যানেল ডিবিসি নিউজ এর রির্পোটার তাহমিনা সাদেক।
রবিউল হুসাইন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও সোনারগাঁ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক। এ ছাড়া তিনি সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
পাশাপাশি ‘চারদিক’ নামে একটি গবেষণাধর্মী সাময়ীকিন সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
সাংবাদিক ফেলোশিপ পুরস্কার ছাড়াও ওই অনুষ্ঠানে শখের হাঁড়ি শিল্পী শ্রী সুশান্ত কুমার পালকে শিল্পাচার্য জয়নুল আবেদীন আজীবন সম্মাননা ২০২২, মিলন হোসেন( রূপার অলংকার শিল্পী), পারভিন আক্তার (সৃজনী কাঁথার শিল্পী) ও শ্রী দেখন বালা বমর্ণকে (আলপনা শিল্পী) লোক ও কারুশিল্প পদক ২০২১ এবং তরূণ কুমার পাল ( ক্রাফস ভিলেজেস লি.) ও আফসানা আসিফকে (এসিক্স) কারুশিল্প উদ্যোক্তা পুরস্কারন-২০২২ প্রদান করা হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৯ জুন, ২০২২ ২৩:০১

সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃক প্রবর্তিত সাংবাদিক ফেলোশিপ পুরস্কার-২০২২ পেয়েছেন দেশ রূপান্তরের সোনারগাঁ প্রতিনিধি রবিউল হুসাইন।
প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পেয়েছেন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবার পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার সকালে ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক মো. রবিউল ইসলাম, ডিসপ্লে কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রবর্তিত সাংবাদিক ফেলোশিপ পুরস্কার-২০২২ এর জন্য এ বছর প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার দুজন সাংবাদিককে নির্বাচিত করা হয়। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
ইলেক্টনিক্স মিডিয়া ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বেসরকারী স্যাটেলাইট চ্যানেল ডিবিসি নিউজ এর রির্পোটার তাহমিনা সাদেক।
রবিউল হুসাইন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও সোনারগাঁ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক। এ ছাড়া তিনি সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
পাশাপাশি ‘চারদিক’ নামে একটি গবেষণাধর্মী সাময়ীকিন সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
সাংবাদিক ফেলোশিপ পুরস্কার ছাড়াও ওই অনুষ্ঠানে শখের হাঁড়ি শিল্পী শ্রী সুশান্ত কুমার পালকে শিল্পাচার্য জয়নুল আবেদীন আজীবন সম্মাননা ২০২২, মিলন হোসেন( রূপার অলংকার শিল্পী), পারভিন আক্তার (সৃজনী কাঁথার শিল্পী) ও শ্রী দেখন বালা বমর্ণকে (আলপনা শিল্পী) লোক ও কারুশিল্প পদক ২০২১ এবং তরূণ কুমার পাল ( ক্রাফস ভিলেজেস লি.) ও আফসানা আসিফকে (এসিক্স) কারুশিল্প উদ্যোক্তা পুরস্কারন-২০২২ প্রদান করা হবে।