চাঁদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
তালহা জুবায়ের, চাঁদপুর | ৩০ জুন, ২০২২ ১২:৩৮
চাঁদপুরের কচুয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কচুয়া-গৌরিপুর সড়কের বায়েক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম শফিকুল ইসলাম। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হোসাইন নগর গ্রামের আবুল হাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে কচুয়া থেকে মোটরসাইকেলটি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
অপরদিকে মালবাহী ট্রাক ঢাকা থেকে কচুয়া আসার পথে বায়েক মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শফিকুল ইসলামের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।
কচুয়া সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
তালহা জুবায়ের, চাঁদপুর | ৩০ জুন, ২০২২ ১২:৩৮

চাঁদপুরের কচুয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কচুয়া-গৌরিপুর সড়কের বায়েক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম শফিকুল ইসলাম। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হোসাইন নগর গ্রামের আবুল হাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে কচুয়া থেকে মোটরসাইকেলটি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
অপরদিকে মালবাহী ট্রাক ঢাকা থেকে কচুয়া আসার পথে বায়েক মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শফিকুল ইসলামের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।
কচুয়া সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করুন