উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবক আটক
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ১ জুলাই, ২০২২ ১২:২৩
কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ আবু ছৈয়দ (২০) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এসময় মাদক বহনের দায়ে একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়। আবু ছৈয়াল উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্ট এর বাসিন্দা ছৈয়দ আহমদের ছেলে।
বৃহস্পতিবার (৩০ জুন) রাত পৌন দশটার দিকে এ উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের গরু বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, কক্সবাজার-টেকনাফ সড়কের কক্সবাজারমুখী একটি সিএনজি অটোরিকশা সন্দেহ হলে তাকে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু সিএনজি না থামিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে একজনকে ধরা হয়। আরো দুজন পালিয়ে যায়। পরে সিএনজি তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সিএনজি গাড়িও জব্দ করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ১ জুলাই, ২০২২ ১২:২৩
কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ আবু ছৈয়দ (২০) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এসময় মাদক বহনের দায়ে একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়। আবু ছৈয়াল উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্ট এর বাসিন্দা ছৈয়দ আহমদের ছেলে।
বৃহস্পতিবার (৩০ জুন) রাত পৌন দশটার দিকে এ উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের গরু বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, কক্সবাজার-টেকনাফ সড়কের কক্সবাজারমুখী একটি সিএনজি অটোরিকশা সন্দেহ হলে তাকে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু সিএনজি না থামিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে একজনকে ধরা হয়। আরো দুজন পালিয়ে যায়। পরে সিএনজি তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সিএনজি গাড়িও জব্দ করা হয়।
শেয়ার করুন