শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি | ১ জুলাই, ২০২২ ১৫:১২
ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর গোলচত্বর থেকে আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ জুলাই) ভোরে মরদেহটি সড়ক থেকে উদ্ধার করা হয়। শিবচর হাইওয়ে থানা পুলিশের ওসি গাজী শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার ভোরে কোন যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি | ১ জুলাই, ২০২২ ১৫:১২

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর গোলচত্বর থেকে আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ জুলাই) ভোরে মরদেহটি সড়ক থেকে উদ্ধার করা হয়। শিবচর হাইওয়ে থানা পুলিশের ওসি গাজী শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার ভোরে কোন যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন