বাগেরহাটে শিক্ষক সমাজের মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি | ২ জুলাই, ২০২২ ১২:২৬
সাভারে ছাত্রের হাতে অধ্যাপক উৎপল সরকার খুন ও নড়াইলের অধ্যক্ষ স্বপন বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাগেরহাটের শিক্ষক সমাজ।
শনিবার সকাল সাড়ে দশটায় জেলা শিক্ষক সমিতিসহ শিক্ষকদের বিভিন্ন সংগঠন বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে। কয়েকশ শিক্ষক এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, শিক্ষকেরা আজ কেন রাস্তায় নেমেছে। শিক্ষক কেন ছাত্রের হাতে প্রাণ হারালো, আপনারা আজ কথা বলছেন না কেন? আপনারা এই ছাত্রদের আজ সাহস জুগিয়েছেন। সময় এসেছে আপনারা শিক্ষকদের পাশে দাঁড়ান। মানুষ গড়ার কারিগর যখন নির্যাতিত হন তখন আপনাদের কষ্ট লাগে না। শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে যদি কোনো ছাত্র আমার উপর হামলা করবে সেই অজানা আতঙ্ক থাকে তাহলে পাঠদান ব্যাহত হবে।
তাই সরকারকে শিক্ষকদের নিরাপত্তা দিতে হবে। শিক্ষকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে ছাত্রদের আমরা সুশিক্ষা দিতে ব্যর্থ হব। শিক্ষক খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে শিক্ষক সমাজকে আশ্বস্ত করার দাবি তুলেছেন শিক্ষক নেতারা।
মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মুকুন্দ কুমার দাস, মাদ্রাসা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জিহাদুল করিম, জেলা হেড টিচার ফোরামের সভাপতি ফকির মাসুদ আলীসহ জেলা ও উপজেলা শিক্ষক সমিতির নেতারা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বাগেরহাট প্রতিনিধি | ২ জুলাই, ২০২২ ১২:২৬

সাভারে ছাত্রের হাতে অধ্যাপক উৎপল সরকার খুন ও নড়াইলের অধ্যক্ষ স্বপন বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাগেরহাটের শিক্ষক সমাজ।
শনিবার সকাল সাড়ে দশটায় জেলা শিক্ষক সমিতিসহ শিক্ষকদের বিভিন্ন সংগঠন বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে। কয়েকশ শিক্ষক এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, শিক্ষকেরা আজ কেন রাস্তায় নেমেছে। শিক্ষক কেন ছাত্রের হাতে প্রাণ হারালো, আপনারা আজ কথা বলছেন না কেন? আপনারা এই ছাত্রদের আজ সাহস জুগিয়েছেন। সময় এসেছে আপনারা শিক্ষকদের পাশে দাঁড়ান। মানুষ গড়ার কারিগর যখন নির্যাতিত হন তখন আপনাদের কষ্ট লাগে না। শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে যদি কোনো ছাত্র আমার উপর হামলা করবে সেই অজানা আতঙ্ক থাকে তাহলে পাঠদান ব্যাহত হবে।
তাই সরকারকে শিক্ষকদের নিরাপত্তা দিতে হবে। শিক্ষকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে ছাত্রদের আমরা সুশিক্ষা দিতে ব্যর্থ হব। শিক্ষক খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে শিক্ষক সমাজকে আশ্বস্ত করার দাবি তুলেছেন শিক্ষক নেতারা।
মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মুকুন্দ কুমার দাস, মাদ্রাসা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জিহাদুল করিম, জেলা হেড টিচার ফোরামের সভাপতি ফকির মাসুদ আলীসহ জেলা ও উপজেলা শিক্ষক সমিতির নেতারা।