সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে পিস্তলসহ আটক ১
সাতক্ষীরা প্রতিনিধি | ২ জুলাই, ২০২২ ১৪:৪৮
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে বিজিবির অভিযানে দুটি পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে।
শুক্রবার রাত পৌনে ১টার দিকে মাদরা সীমান্তের ৫০০ গজ ভেতরে কলারোয়া থানার উত্তর ভাদিয়ালী নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনাকালে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. বদরুজ্জামান (৩৪)। তিনি উত্তর ভাদিয়ালী গ্রামের দবির উদ্দিনের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ গণমাধ্যমকে জানান, মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিবের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৯ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়ার উত্তর ভাদিয়ালী নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় উক্ত ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ লাখ ২০০ টাকা মূল্যের একটি বিদেশি পিস্তল, ১০ হাজার ৪০ টাকা মূল্যের একটি স্থানীয়ভাবে তৈরি পিস্তল ও এক রাউন্ড গুলি। আটক ব্যক্তিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ অস্ত্র উদ্ধারসহ এক ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সাতক্ষীরা প্রতিনিধি | ২ জুলাই, ২০২২ ১৪:৪৮

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে বিজিবির অভিযানে দুটি পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে।
শুক্রবার রাত পৌনে ১টার দিকে মাদরা সীমান্তের ৫০০ গজ ভেতরে কলারোয়া থানার উত্তর ভাদিয়ালী নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনাকালে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. বদরুজ্জামান (৩৪)। তিনি উত্তর ভাদিয়ালী গ্রামের দবির উদ্দিনের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ গণমাধ্যমকে জানান, মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিবের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৯ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়ার উত্তর ভাদিয়ালী নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় উক্ত ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ লাখ ২০০ টাকা মূল্যের একটি বিদেশি পিস্তল, ১০ হাজার ৪০ টাকা মূল্যের একটি স্থানীয়ভাবে তৈরি পিস্তল ও এক রাউন্ড গুলি। আটক ব্যক্তিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ অস্ত্র উদ্ধারসহ এক ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।