রাঙ্গুনিয়া ট্রাক চাপায় রিকশা চালক নিহত
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | ৩ জুলাই, ২০২২ ১৫:২৪
চট্টগ্রাম কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা বুইজ্যাদোকান এলাকায় ট্রাক চাপায় একজন রিকশা চালকের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত রিকশা চালকের নাম জমির হোসেন (৪২)। তিনি চন্দ্রঘোনা সিকদারপাড়া গ্রামের মৃত এখলাচুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, রিকশা নিয়ে যাওয়ার সময় কপ্তাইমুখী দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে তিনি রিকশা থেকে সড়কে ছিটকে পড়েন।
এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। রিকশাটিও গুঁড়িয়ে যায়।
দুর্ঘটনার পরপরই ট্রাক রেখে চালক পালিয়ে যায়। রাঙ্গুনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ট্রাক থানার হেফাজতে নিয়ে যায়।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মাহবুব মিলকী দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা ও লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | ৩ জুলাই, ২০২২ ১৫:২৪

চট্টগ্রাম কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা বুইজ্যাদোকান এলাকায় ট্রাক চাপায় একজন রিকশা চালকের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত রিকশা চালকের নাম জমির হোসেন (৪২)। তিনি চন্দ্রঘোনা সিকদারপাড়া গ্রামের মৃত এখলাচুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, রিকশা নিয়ে যাওয়ার সময় কপ্তাইমুখী দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে তিনি রিকশা থেকে সড়কে ছিটকে পড়েন।
এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। রিকশাটিও গুঁড়িয়ে যায়।
দুর্ঘটনার পরপরই ট্রাক রেখে চালক পালিয়ে যায়। রাঙ্গুনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ট্রাক থানার হেফাজতে নিয়ে যায়।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মাহবুব মিলকী দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা ও লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
শেয়ার করুন