ঈদুল আজহা উপলক্ষে হিলিতে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি | ৩ জুলাই, ২০২২ ১৫:৪১
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ।
তবে সরকারি ছুটি ব্যতীত বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।
অপরদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম খোলা থাকবে।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আগামী ১০ জুলাই মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ কারণে আগামী ৯ জুলাই শনিবার থেকে ১৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
এ ছাড়া ৮ জলাই শুক্রবার ও ১৫ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ১৬ জুলাই শনিবার থেকে বন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে পত্রে জানানো হয়েছে।
বিষয়টি এক পত্রের মাধ্যমে ভারতীয় রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবহিত করা হয়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করলেও সরকারি ছুটির দিন ব্যতীত হিলি স্থলবন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু থাকবে। এ সময় আমদানিকারকরা চাইলে বন্দরের ভেতরে আটকে পড়া পণ্য খালাস করে নিতে পারবেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মো. বদিউজ্জামান বলেন, বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি | ৩ জুলাই, ২০২২ ১৫:৪১

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ।
তবে সরকারি ছুটি ব্যতীত বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।
অপরদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম খোলা থাকবে।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আগামী ১০ জুলাই মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ কারণে আগামী ৯ জুলাই শনিবার থেকে ১৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
এ ছাড়া ৮ জলাই শুক্রবার ও ১৫ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ১৬ জুলাই শনিবার থেকে বন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে পত্রে জানানো হয়েছে।
বিষয়টি এক পত্রের মাধ্যমে ভারতীয় রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবহিত করা হয়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করলেও সরকারি ছুটির দিন ব্যতীত হিলি স্থলবন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু থাকবে। এ সময় আমদানিকারকরা চাইলে বন্দরের ভেতরে আটকে পড়া পণ্য খালাস করে নিতে পারবেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মো. বদিউজ্জামান বলেন, বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।