ফরিদপুরে ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের
ফরিদপুর প্রতিনিধি | ৩ জুলাই, ২০২২ ১৬:০৬
ফরিদপুরের বোয়ালমারীতে গরুবাহী বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে।
মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রূপাপাত ইউনিয়নের কলিমাঝি নামক স্থানে রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের আত্মীয় প্রত্যক্ষদর্শী কল্পনা মণ্ডল জানান, রবিবার দুপুর দুইটার দিকে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের টুংরাইল গ্রামের মুদি দোকানদার প্রবীর বিশ্বাসের স্ত্রী সুপর্ণা বিশ্বাস (৩০) তার মেয়ে প্রত্যাশা বিশ্বাসকে (৭) সঙ্গে নিয়ে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার থেকে নিজ বাড়ি ভ্যানে করে ফিরছিলেন।
মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার কলিমাঝি ইটভাটা নামক স্থানে পৌঁছালে গরুবাহী দ্রুতগামী একটি বেপরোয়া ট্রাকটিকে পেছন দিক থেকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই সুপর্ণা বিশ্বাস এবং তার মেয়ে প্রত্যাশা বিশ্বাস মারা যায়। ভ্যানটিকে চাপা দিয়ে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছে। লাশ উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হচ্ছে। এখন পর্যন্ত ট্রাকটির সন্ধান কেউ দিতে পারেনি। আমরা ট্রাকটি খোঁজার চেষ্টা করছি।
এছাড়াও সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সজিব শেখ (১৭) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা দুই আরোহী আহত হন।
সদরপুর সড়কের উপজেলার সদর ইউনিয়নের শ্যামপুর তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আলেম শেখের ছেলে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ফরিদপুর প্রতিনিধি | ৩ জুলাই, ২০২২ ১৬:০৬

ফরিদপুরের বোয়ালমারীতে গরুবাহী বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে।
মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রূপাপাত ইউনিয়নের কলিমাঝি নামক স্থানে রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের আত্মীয় প্রত্যক্ষদর্শী কল্পনা মণ্ডল জানান, রবিবার দুপুর দুইটার দিকে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের টুংরাইল গ্রামের মুদি দোকানদার প্রবীর বিশ্বাসের স্ত্রী সুপর্ণা বিশ্বাস (৩০) তার মেয়ে প্রত্যাশা বিশ্বাসকে (৭) সঙ্গে নিয়ে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার থেকে নিজ বাড়ি ভ্যানে করে ফিরছিলেন।
মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার কলিমাঝি ইটভাটা নামক স্থানে পৌঁছালে গরুবাহী দ্রুতগামী একটি বেপরোয়া ট্রাকটিকে পেছন দিক থেকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই সুপর্ণা বিশ্বাস এবং তার মেয়ে প্রত্যাশা বিশ্বাস মারা যায়। ভ্যানটিকে চাপা দিয়ে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছে। লাশ উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হচ্ছে। এখন পর্যন্ত ট্রাকটির সন্ধান কেউ দিতে পারেনি। আমরা ট্রাকটি খোঁজার চেষ্টা করছি।
এছাড়াও সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সজিব শেখ (১৭) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা দুই আরোহী আহত হন।
সদরপুর সড়কের উপজেলার সদর ইউনিয়নের শ্যামপুর তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আলেম শেখের ছেলে।