প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে
সোনারগাঁ প্রতিনিধি | ৪ জুলাই, ২০২২ ১১:৫৭
নারায়ণগঞ্জের সোনারগাঁর মেঘনা ইন্ড্রাটিয়াল ইকোনমিক জোনে অবস্থিত সোনারগাঁও প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এসময় একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল সাড়ে সাতটার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁ ফায়ার সার্ভিস, মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস ও গজারিয়া ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে।
ওই কারখানার শ্রমিকরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে সোনারগাঁও প্রিটিং এন্ড প্যাকেজিং কারখানার উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন লাগার খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১০টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সোনারগাঁ প্রতিনিধি | ৪ জুলাই, ২০২২ ১১:৫৭

নারায়ণগঞ্জের সোনারগাঁর মেঘনা ইন্ড্রাটিয়াল ইকোনমিক জোনে অবস্থিত সোনারগাঁও প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এসময় একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল সাড়ে সাতটার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁ ফায়ার সার্ভিস, মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস ও গজারিয়া ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে।
ওই কারখানার শ্রমিকরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে সোনারগাঁও প্রিটিং এন্ড প্যাকেজিং কারখানার উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন লাগার খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১০টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।