নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: এসআই মোরসালিন প্রত্যাহার
নড়াইল প্রতিনিধি | ৪ জুলাই, ২০২২ ১৩:০৯
নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিতের ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোরসালিনকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
তিনি বলেন, ‘এসআই মোরসালিন যেহেতু মামলার বাদী। সে কারণে তাকে নড়াইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি মো. মাহামুদুর রহমান জানান, এসআই মো. মোরসালিনকে মির্জাপুর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে নড়াইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে নড়াইল সদর থানার ওসি শওকত কবিরকে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, ওসি শওকত কবিরকে নড়াইল সদর থানা থেকে প্রত্যাহার করে খুলনায় সংযুক্ত করা হয়েছে। ঘটনার সময় সদর থানার ওসি শওকত কবির উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কলেজেরই একাদশ শ্রেণির এক শিক্ষার্থী ভারতের বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে প্রণাম জানিয়ে ১৭ জুন পোস্টটি দিয়েছিল। পরদিন অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কলেজের শিক্ষক, ওই শিক্ষার্থীর বাবা ও কলেজ পরিচালনা পরিষদের কয়েকজন সদস্যকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করেন।
সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়। কিন্তু শিক্ষার্থীকে নিয়ে যেতে পুলিশকে বাধা দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতেই অপদস্থ করা হয় শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নড়াইল প্রতিনিধি | ৪ জুলাই, ২০২২ ১৩:০৯

নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিতের ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোরসালিনকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
তিনি বলেন, ‘এসআই মোরসালিন যেহেতু মামলার বাদী। সে কারণে তাকে নড়াইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি মো. মাহামুদুর রহমান জানান, এসআই মো. মোরসালিনকে মির্জাপুর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে নড়াইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে নড়াইল সদর থানার ওসি শওকত কবিরকে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, ওসি শওকত কবিরকে নড়াইল সদর থানা থেকে প্রত্যাহার করে খুলনায় সংযুক্ত করা হয়েছে। ঘটনার সময় সদর থানার ওসি শওকত কবির উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কলেজেরই একাদশ শ্রেণির এক শিক্ষার্থী ভারতের বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে প্রণাম জানিয়ে ১৭ জুন পোস্টটি দিয়েছিল। পরদিন অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কলেজের শিক্ষক, ওই শিক্ষার্থীর বাবা ও কলেজ পরিচালনা পরিষদের কয়েকজন সদস্যকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করেন।
সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়। কিন্তু শিক্ষার্থীকে নিয়ে যেতে পুলিশকে বাধা দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতেই অপদস্থ করা হয় শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে।