গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
গোপালগঞ্জ প্রতিনিধি | ৫ জুলাই, ২০২২ ১৪:৪৯
গোপালগঞ্জে জমিজমা বিরোধের জের ধরে কৃষক হত্যা মামলায় আব্দুল হান্নান শেখকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ মামলায় সাজাপ্রাপ্ত আসামির স্ত্রী মহুরোন নেছাকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রামে জমি নিয়ে কৃষক শেখ নুরুল ইসলাম খানের সঙ্গে সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হান্নান শেখের বিরোধ চলে আসছিল।
বিগত ২০১১ সালের ১৯ ডিসেম্বর রাতে জমি দেখে বাড়ি ফেরার পথে আব্দুল হান্নান শেখ ও তার লোকজন শেখ নুরুল ইসলাম খানকে কুপিয়ে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরদিন ২০ ডিসেম্বর মারা যান।
এ ঘটনায় থানায় মামলা না নিলে ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী আফরোজা নাহার রানু বাদী হয়ে ৬ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ দুইজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।
পরে দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা দেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
গোপালগঞ্জ প্রতিনিধি | ৫ জুলাই, ২০২২ ১৪:৪৯

গোপালগঞ্জে জমিজমা বিরোধের জের ধরে কৃষক হত্যা মামলায় আব্দুল হান্নান শেখকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ মামলায় সাজাপ্রাপ্ত আসামির স্ত্রী মহুরোন নেছাকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রামে জমি নিয়ে কৃষক শেখ নুরুল ইসলাম খানের সঙ্গে সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হান্নান শেখের বিরোধ চলে আসছিল।
বিগত ২০১১ সালের ১৯ ডিসেম্বর রাতে জমি দেখে বাড়ি ফেরার পথে আব্দুল হান্নান শেখ ও তার লোকজন শেখ নুরুল ইসলাম খানকে কুপিয়ে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরদিন ২০ ডিসেম্বর মারা যান।
এ ঘটনায় থানায় মামলা না নিলে ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী আফরোজা নাহার রানু বাদী হয়ে ৬ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ দুইজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।
পরে দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা দেন।