স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের রগ কেটে দিল প্রতিপক্ষ
বরিশাল প্রতিনিধি | ৫ জুলাই, ২০২২ ২১:২২
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা রাতুল চৌধুরীর (২৯) দুই হাতের রগ কেটে তাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।
ঘটনার পর রাতুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোমবার রাত ৮টার দিকে মেহেন্দিগঞ্জের পাতার হাট বন্দর গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
রাতুল মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকার বাসিন্দা জগলুল হায়দার চৌধুরীর ছেলে এবং মেহেন্দীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান ফয়সাল বলেন, ঘোষণার অপেক্ষায় থাকা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাতুলের প্রতিপক্ষ সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আমুর নেতৃত্বে ২৫-৩০ জন তার ওপর হামলা চালিয়েছে। তারা রাতুলের দুই হাতের রগ কেটে দেওয়া ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে।
তিনি আরও বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাতুলকে গভীর রাতে ঢাকায় পাঠানো হয়েছে।
পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার রাত ৮টার দিকে রাতুল চৌধুরী পাতার হাট বন্দরের উত্তরের বাজারে একটি ফার্নিচারের দোকানে বসা ছিলেন। এ সময় আমির হোসেন, বাঘা পলাশ, রিয়াজ, কালাম, মেহেদীসহ অর্ধশতাধিক সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ওই দোকানে হামলা করে। তারা কুপিয়ে রাতুল চৌধুরীর দুই হাতের রগ কেটে দিয়েছে এবং মাথাসহ শরীরের একাধিক স্থানে নির্মমভাবে কুপিয়েছে। একপর্যায়ে স্থানীয়রা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়।
জাহাঙ্গীর হোসেন আরো জানান, রাতুলকে প্রথমে বরিশাল মেডিকেলে এবং উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, এর আগে ২০০০ সালে একই সন্ত্রাসীরা রাতুলকে বাড়ি থেকে অপহরণ করে আধা কিলোমিটার দুরে নিয়ে নির্মমভাবে কুপিয়েছিল।
তিনি জানান, এ ঘটনাকে কেন্দ্র করে মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগ দলীয় স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথ অনুসারী ও তার বিরোধী পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। উপজেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। আহত রাতুল চৌধুরী সংসদ সদস্য পংকজ দেবনাথের বিরোধী পক্ষের অনুসারী হিসেবে পরিচিত।
সংসদ সদস্য পংকজ দেবনাথের অনুসারী এবং মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, চরহোগলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রাতুল চৌধুরীর সঙ্গে একই এলাকার আমির হোসেনের বিরোধ রয়েছে। সোমবার সন্ধ্যার পর আমির হোসেনের পক্ষের কর্মী মেহেদী হাসান নামে এক যুবককে কুপিয়েছে রাতুল চৌধুরী ও তার সহযোগীরা। এর প্রতিশোধ হিসেবে রাতুলের ওপর হামলা হয়।
খোরশেদ আলম আরো দাবি করেন, এ ঘটনার সঙ্গে রাজনীতির কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
রাতুলের খালাতো ভাই আহসান হাবীব জুম্মান বলেন, এ ঘটনায় মামলা করা হবে।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, সোমবার রাতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেনি। একপক্ষ রাতুলকে নির্মমভাবে কুপিয়েছে।
ওসি জানান, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বরিশাল প্রতিনিধি | ৫ জুলাই, ২০২২ ২১:২২

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা রাতুল চৌধুরীর (২৯) দুই হাতের রগ কেটে তাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।
ঘটনার পর রাতুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোমবার রাত ৮টার দিকে মেহেন্দিগঞ্জের পাতার হাট বন্দর গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
রাতুল মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকার বাসিন্দা জগলুল হায়দার চৌধুরীর ছেলে এবং মেহেন্দীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান ফয়সাল বলেন, ঘোষণার অপেক্ষায় থাকা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাতুলের প্রতিপক্ষ সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আমুর নেতৃত্বে ২৫-৩০ জন তার ওপর হামলা চালিয়েছে। তারা রাতুলের দুই হাতের রগ কেটে দেওয়া ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে।
তিনি আরও বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাতুলকে গভীর রাতে ঢাকায় পাঠানো হয়েছে।
পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার রাত ৮টার দিকে রাতুল চৌধুরী পাতার হাট বন্দরের উত্তরের বাজারে একটি ফার্নিচারের দোকানে বসা ছিলেন। এ সময় আমির হোসেন, বাঘা পলাশ, রিয়াজ, কালাম, মেহেদীসহ অর্ধশতাধিক সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ওই দোকানে হামলা করে। তারা কুপিয়ে রাতুল চৌধুরীর দুই হাতের রগ কেটে দিয়েছে এবং মাথাসহ শরীরের একাধিক স্থানে নির্মমভাবে কুপিয়েছে। একপর্যায়ে স্থানীয়রা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়।
জাহাঙ্গীর হোসেন আরো জানান, রাতুলকে প্রথমে বরিশাল মেডিকেলে এবং উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, এর আগে ২০০০ সালে একই সন্ত্রাসীরা রাতুলকে বাড়ি থেকে অপহরণ করে আধা কিলোমিটার দুরে নিয়ে নির্মমভাবে কুপিয়েছিল।
তিনি জানান, এ ঘটনাকে কেন্দ্র করে মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগ দলীয় স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথ অনুসারী ও তার বিরোধী পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। উপজেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। আহত রাতুল চৌধুরী সংসদ সদস্য পংকজ দেবনাথের বিরোধী পক্ষের অনুসারী হিসেবে পরিচিত।
সংসদ সদস্য পংকজ দেবনাথের অনুসারী এবং মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, চরহোগলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রাতুল চৌধুরীর সঙ্গে একই এলাকার আমির হোসেনের বিরোধ রয়েছে। সোমবার সন্ধ্যার পর আমির হোসেনের পক্ষের কর্মী মেহেদী হাসান নামে এক যুবককে কুপিয়েছে রাতুল চৌধুরী ও তার সহযোগীরা। এর প্রতিশোধ হিসেবে রাতুলের ওপর হামলা হয়।
খোরশেদ আলম আরো দাবি করেন, এ ঘটনার সঙ্গে রাজনীতির কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
রাতুলের খালাতো ভাই আহসান হাবীব জুম্মান বলেন, এ ঘটনায় মামলা করা হবে।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, সোমবার রাতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেনি। একপক্ষ রাতুলকে নির্মমভাবে কুপিয়েছে।
ওসি জানান, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।