আবারও আলাদা গিগি হাদিদ-জাইন মালিক
অনলাইন ডেস্ক | ৪ জানুয়ারি, ২০১৯ ১৫:০১
’ভোগ’ ম্যাগাজিনের ফটোশুটে জাইন মালিক ও গিগি হাদিদ
মাস খানেক ধরে জাইন মালিকের সঙ্গে তোলা কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন না গিগি হাদিদ। ধারণা করা হয়েছিল, সম্পর্কে কোনো গড়বড় চলছে। আসলেই তাই!
বিচ্ছেদের গুঞ্জন চাউর হয় ডিসেম্বরের শেষ সপ্তাহে। এবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ইউএস ম্যাগাজিন জানায়, সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মডেল গিগি হাদিদ।
বলা হচ্ছে, ২৩ বছর বয়সী মডেল প্রেম টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছেন। কিন্তু ওয়ান ডিরেকশন ব্যান্ডের সাবেক সদস্য জাইনের সমস্যার কারণে কোনো সমাধান হয়নি। তাই তারা বিচ্ছেদের পথে হাঁটলেন।
বছর খানেক ধরে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত জাইনের ছবি শেয়ার করে আসছিলেন গিগি। কিন্তু ডিসেম্বর থেকে ছবি দেওয়ায় ভাটা পড়ে।
ওই সময় পরিবারের সঙ্গে বড়দিন পালনের একাধিক ছবি শেয়ার করেন গিগি। অন্যদিকে জাইনকেও পাওয়া যায়নি সোশ্যাল মিডিয়ায়। সব মিলিয়ে ভক্তরা ধরে নেন প্রিয় তারকারা আর একসঙ্গে নেই।
২০১৫ সালে গিগি হাদিদ ও জাইন মালিকের প্রথমবার দেখা হয়। দুই বছর প্রেম করার পর ২০১৮ সালের মার্চে তারা ব্রেক-আপে যান। তখন কাছের মানুষেরা বলেছিলেন বিচ্ছেদের পর তারা ভালো আছেন।
কিন্তু দুই মাস পর আবার তাদের একসঙ্গে যেতে থাকে। আর বছরের শেষ নাগাদ এসে তাও থাকল না।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ৪ জানুয়ারি, ২০১৯ ১৫:০১

মাস খানেক ধরে জাইন মালিকের সঙ্গে তোলা কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন না গিগি হাদিদ। ধারণা করা হয়েছিল, সম্পর্কে কোনো গড়বড় চলছে। আসলেই তাই!
বিচ্ছেদের গুঞ্জন চাউর হয় ডিসেম্বরের শেষ সপ্তাহে। এবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ইউএস ম্যাগাজিন জানায়, সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মডেল গিগি হাদিদ।
বলা হচ্ছে, ২৩ বছর বয়সী মডেল প্রেম টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছেন। কিন্তু ওয়ান ডিরেকশন ব্যান্ডের সাবেক সদস্য জাইনের সমস্যার কারণে কোনো সমাধান হয়নি। তাই তারা বিচ্ছেদের পথে হাঁটলেন।
বছর খানেক ধরে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত জাইনের ছবি শেয়ার করে আসছিলেন গিগি। কিন্তু ডিসেম্বর থেকে ছবি দেওয়ায় ভাটা পড়ে।
ওই সময় পরিবারের সঙ্গে বড়দিন পালনের একাধিক ছবি শেয়ার করেন গিগি। অন্যদিকে জাইনকেও পাওয়া যায়নি সোশ্যাল মিডিয়ায়। সব মিলিয়ে ভক্তরা ধরে নেন প্রিয় তারকারা আর একসঙ্গে নেই।
২০১৫ সালে গিগি হাদিদ ও জাইন মালিকের প্রথমবার দেখা হয়। দুই বছর প্রেম করার পর ২০১৮ সালের মার্চে তারা ব্রেক-আপে যান। তখন কাছের মানুষেরা বলেছিলেন বিচ্ছেদের পর তারা ভালো আছেন।
কিন্তু দুই মাস পর আবার তাদের একসঙ্গে যেতে থাকে। আর বছরের শেষ নাগাদ এসে তাও থাকল না।