বিচারকের সঙ্গে বিজয়ীর গান
নিজস্ব প্রতিবেদক | ১ নভেম্বর, ২০১৯ ১৮:৩৭
রিয়্যালিটি শো ‘গানের রাজা’-এর প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন খুলনার ফাইরুজ লাবিবা। এবার তিনি হাজির হচ্ছেন নিজের গাওয়া প্রথম মৌলিক গান নিয়ে।
তাও আবার শুরুতেই সঙ্গে পেলেন অনুষ্ঠানটির অন্যতম বিচারক ও জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলকে।
‘কেন এত চাই তোকে’ শিরোনামের রোমান্টিক গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীতায়োজনও করেছেন ইমরান।
এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গানটি নিয়ে তৈরি হয়েছে বড় ক্যানভাসের গল্পনির্ভর ভিডিও। সৈকত রেজার নির্দেশনায় মডেল হয়েছেন কাজী আসিফ ও কেয়া আক্তার পায়েল।
‘কেন এত চাই তোকে’ প্রসঙ্গে ইমরান বলেন, “লাবিবার বয়স অনেক কম। অথচ কণ্ঠে সে যে কোনো প্রফেশনাল শিল্পীর মতোই সাবলীল। তার কণ্ঠে আলাদা একটা শক্তি আছে। প্রতিযোগিতাটি চলার সময়ই আমি তার কণ্ঠে মুগ্ধ হয়েছি। সিদ্ধান্ত নিয়েছি ওর জন্য গান করবো। প্রতিযোগিতা শেষে শতভাগ আন্তরিকতা নিয়ে সেই চেষ্টাটা করেছি। আশা করছি লাবিবাকে আপনারা সাদরে গ্রহণ করে নেবেন এই গানটির মাধ্যমে। আর ধন্যবাদ জানাই সিএমভি-কে। তারা বরাবরই নতুনদের প্রতি আন্তরিক।”
এদিকে লাবিবার ভাষ্য এমন, “প্রথম মৌলিক গান প্রকাশ হচ্ছে। খুব ভয় ভয় লাগছে। আমি চেষ্টা করেছি ইমরান ভাইয়ার গাইড ধরে গাইবার। বাকিটা শ্রোতারা বলবেন। আমি কৃতজ্ঞ গানটির সঙ্গে জড়িত সবার প্রতি। আমার জন্য দোয়া করবেন।”
সিএমভির ব্যানারে গানটি মুক্তি পাচ্ছে ৫ নভেম্বর বিকাল ৩টায়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১ নভেম্বর, ২০১৯ ১৮:৩৭

রিয়্যালিটি শো ‘গানের রাজা’-এর প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন খুলনার ফাইরুজ লাবিবা। এবার তিনি হাজির হচ্ছেন নিজের গাওয়া প্রথম মৌলিক গান নিয়ে।
তাও আবার শুরুতেই সঙ্গে পেলেন অনুষ্ঠানটির অন্যতম বিচারক ও জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলকে।
‘কেন এত চাই তোকে’ শিরোনামের রোমান্টিক গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীতায়োজনও করেছেন ইমরান।
এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গানটি নিয়ে তৈরি হয়েছে বড় ক্যানভাসের গল্পনির্ভর ভিডিও। সৈকত রেজার নির্দেশনায় মডেল হয়েছেন কাজী আসিফ ও কেয়া আক্তার পায়েল।
‘কেন এত চাই তোকে’ প্রসঙ্গে ইমরান বলেন, “লাবিবার বয়স অনেক কম। অথচ কণ্ঠে সে যে কোনো প্রফেশনাল শিল্পীর মতোই সাবলীল। তার কণ্ঠে আলাদা একটা শক্তি আছে। প্রতিযোগিতাটি চলার সময়ই আমি তার কণ্ঠে মুগ্ধ হয়েছি। সিদ্ধান্ত নিয়েছি ওর জন্য গান করবো। প্রতিযোগিতা শেষে শতভাগ আন্তরিকতা নিয়ে সেই চেষ্টাটা করেছি। আশা করছি লাবিবাকে আপনারা সাদরে গ্রহণ করে নেবেন এই গানটির মাধ্যমে। আর ধন্যবাদ জানাই সিএমভি-কে। তারা বরাবরই নতুনদের প্রতি আন্তরিক।”
এদিকে লাবিবার ভাষ্য এমন, “প্রথম মৌলিক গান প্রকাশ হচ্ছে। খুব ভয় ভয় লাগছে। আমি চেষ্টা করেছি ইমরান ভাইয়ার গাইড ধরে গাইবার। বাকিটা শ্রোতারা বলবেন। আমি কৃতজ্ঞ গানটির সঙ্গে জড়িত সবার প্রতি। আমার জন্য দোয়া করবেন।”
সিএমভির ব্যানারে গানটি মুক্তি পাচ্ছে ৫ নভেম্বর বিকাল ৩টায়।