করোনাভাইরাসের কারণে জাপানে বব ডিলানের কনসার্ট বাতিল
অনলাইন ডেস্ক | ১৪ মার্চ, ২০২০ ০০:৫৮
করোনাভাইরাসের প্রেক্ষাপটে নোবেলজয়ী গীতিকার, সংগীতশিল্পী ও লেখক বব ডিলানের জাপানে অনুষ্ঠিতব্য কনসার্ট বাতিল করা হয়েছে।
শুক্রবার রয়টার্স এ খবর জানিয়েছে। জাপানের টোকিও আর ওসাকা শহরে এপ্রিলে ১৫টি কনসার্টে গান পরিবেশনের কথা ছিল ডিলানের।
আয়োজক কর্তৃপক্ষ ডিলানের কনসার্ট বাতিলে দুঃখ প্রকাশ করে জানায়, এই আয়োজন বাতিল করতে হচ্ছে। কারণ, সবার আগে মানুষের নিরাপত্তা। আর করোনার চেয়ে বড় সত্য বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আর নেই।
গতকাল পর্যন্ত জাপানে ১ হাজার ৩৩৫ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা গেছে। আর মারা গেছেন ১৭ জন।
চীনের বাইরে ১২২টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত ১ লাখ ২৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এ বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত মারা গেছে ৫০০০।
৫০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সংগীতজগতে নতুন কাব্যিক ধারা সৃষ্টির স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ৭৮ বছর বয়সী বব ডিলান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৪ মার্চ, ২০২০ ০০:৫৮

করোনাভাইরাসের প্রেক্ষাপটে নোবেলজয়ী গীতিকার, সংগীতশিল্পী ও লেখক বব ডিলানের জাপানে অনুষ্ঠিতব্য কনসার্ট বাতিল করা হয়েছে।
শুক্রবার রয়টার্স এ খবর জানিয়েছে। জাপানের টোকিও আর ওসাকা শহরে এপ্রিলে ১৫টি কনসার্টে গান পরিবেশনের কথা ছিল ডিলানের।
আয়োজক কর্তৃপক্ষ ডিলানের কনসার্ট বাতিলে দুঃখ প্রকাশ করে জানায়, এই আয়োজন বাতিল করতে হচ্ছে। কারণ, সবার আগে মানুষের নিরাপত্তা। আর করোনার চেয়ে বড় সত্য বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আর নেই।
গতকাল পর্যন্ত জাপানে ১ হাজার ৩৩৫ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা গেছে। আর মারা গেছেন ১৭ জন।
চীনের বাইরে ১২২টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত ১ লাখ ২৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এ বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত মারা গেছে ৫০০০।
৫০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সংগীতজগতে নতুন কাব্যিক ধারা সৃষ্টির স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ৭৮ বছর বয়সী বব ডিলান।