বিপর্যয়ের সময় বব ডিলানের নতুন গান! (ভিডিও)
অনলাইন ডেস্ক | ১৮ এপ্রিল, ২০২০ ২৩:৫০
দীর্ঘ বিরতির পর আবারও গান লিখছেন নোবেল বিজয়ী গীতিকার, গায়ক, সংগীত শিল্পী বব ডিলান। গত মাসে ১৭ মিনিট দীর্ঘ ‘মার্ডার মোস্ট ফাউল’ রিলিজের পর, এবার তিনি নিয়ে এসেছেন ‘আই কনটেইন মালটিচ্যিউড’। এটি অবশ্য আগের গানের চাইতে কম দীর্ঘ, সাড়ে চার মিনিট। গানটিতে নিজেকে তিনি বহু অস্তিত্বের ধারক বলে দাবি করেছেন। এডগার আ্যলান পো থেকে উইলিয়াম ব্লেক, এমনকি রোলিং স্টোনেরও উল্লেখ রয়েছে এই গানে।
নতুন গানে বস্তুত নিজেকেই আনা ফ্রাংক, ইন্ডিয়ানা জোনস, রোলিং স্টোন এবং উইলিয়াম ব্লেকের সঙ্গে তুলনা করেছেন এই লিজেন্ড।
এর আগে, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ড নিয়ে ১৭ মিনিটের গান, ‘মার্ডার মোস্ট ফাউল’ নিয়ে আট বছর পর মৌলিক গানে ফেরেন বব ডিলান।
দুটি গানের কোনোটিতেই পারক্যুশন ব্যবহার করেননি, বরং তার কণ্ঠের জাদুর সঙ্গে যুক্ত হয়েছে আ্যক্যুস্টিক, ইলেকট্রিক আর পেডেল স্টিল গিটার।
টুইটারে হ্যাশট্যাগ দিয়ে নিজের নতুন গান প্রকাশের কথা জানিয়েছেন ৭৮ বছর বয়সী ডিলান। নিজের গানটি নিয়ে শ্লেষাত্মক, অথচ গর্বিত মূল্যায়নও করেছেন ডিলান।
গানের একাংশ এখানে তুলে ধরা হলো:
I’m just like Anne Frank, like Indiana Jones
And them British bad boys, the Rolling Stones
I go right to the edge, I go right to the end
I go right where all things lost are made good again
I sing the songs of experience like William Blake
I have no apologies to make
Everything flowing all at the same time
I live on a boulevard of crime
I drive fast cars, and I eat fast foods
I contain multitudes
আবার গানের আরেক অংশে তিনি নিজেকে গথিক লেখক এডগার আ্যলান পো এর সাথেও তুলনা করেছেন। আরেক লাইনে ডেভিড বোয়ির অল দ্যা ইয়াং ডুডস এর রেফারেন্স টেনে এনে বলেছেন, তরুণদের নিয়ে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠার কথা।
আপাত শান্ত মেজাজের এই গানে কোথাও কোথাও সহিংসতা আর মৃত্যুও উঁকি দিয়ে গেছে। I carry four pistols and two large knives … I sleep with life and death in the same bed.
অসাধারণ কাব্যিক সব গানের লিরিকের জন্য, ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জয় করেন বব ডিলান। ওই ঘটনার পর এবারই প্রথম নতুন গানে ফিরলেন তিনি। তবে ২০১৫ সালে শ্যাডোস ইন দ্যা নাইট, ২০১৬ সালে ফলেন অ্যাঞ্জেলস এবং ২০১৭ সালে ট্রিপলিকেট নামের তিনটি কভার অ্যালবাম বের হয় তার।
গত মাসে বের হওয়া মার্ডার মোস্ট ফাউল গানটি এরই মধ্যে বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে। গার্ডিয়ানের আলেক্সিস পেট্রিডিয়াস মন্তব্য করেন, বাণী এবং সুর, দুই দিক দিয়েই গভীর উপলব্ধির গান এটি, ডিলানের আগের কোন গান এর তুল্য নয়।
রোলিং স্টোন ম্যাগাজিনে বলা হয়েছে, জাতীয় বিপর্যয়ের সময়ে সংগীত কিভাবে সান্ত্বনা হয়ে উঠতে পারে, এই গান তা-ই দেখিয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৮ এপ্রিল, ২০২০ ২৩:৫০

দীর্ঘ বিরতির পর আবারও গান লিখছেন নোবেল বিজয়ী গীতিকার, গায়ক, সংগীত শিল্পী বব ডিলান। গত মাসে ১৭ মিনিট দীর্ঘ ‘মার্ডার মোস্ট ফাউল’ রিলিজের পর, এবার তিনি নিয়ে এসেছেন ‘আই কনটেইন মালটিচ্যিউড’। এটি অবশ্য আগের গানের চাইতে কম দীর্ঘ, সাড়ে চার মিনিট। গানটিতে নিজেকে তিনি বহু অস্তিত্বের ধারক বলে দাবি করেছেন। এডগার আ্যলান পো থেকে উইলিয়াম ব্লেক, এমনকি রোলিং স্টোনেরও উল্লেখ রয়েছে এই গানে।
নতুন গানে বস্তুত নিজেকেই আনা ফ্রাংক, ইন্ডিয়ানা জোনস, রোলিং স্টোন এবং উইলিয়াম ব্লেকের সঙ্গে তুলনা করেছেন এই লিজেন্ড।
এর আগে, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ড নিয়ে ১৭ মিনিটের গান, ‘মার্ডার মোস্ট ফাউল’ নিয়ে আট বছর পর মৌলিক গানে ফেরেন বব ডিলান।
দুটি গানের কোনোটিতেই পারক্যুশন ব্যবহার করেননি, বরং তার কণ্ঠের জাদুর সঙ্গে যুক্ত হয়েছে আ্যক্যুস্টিক, ইলেকট্রিক আর পেডেল স্টিল গিটার।
টুইটারে হ্যাশট্যাগ দিয়ে নিজের নতুন গান প্রকাশের কথা জানিয়েছেন ৭৮ বছর বয়সী ডিলান। নিজের গানটি নিয়ে শ্লেষাত্মক, অথচ গর্বিত মূল্যায়নও করেছেন ডিলান।
গানের একাংশ এখানে তুলে ধরা হলো:
I’m just like Anne Frank, like Indiana Jones
And them British bad boys, the Rolling Stones
I go right to the edge, I go right to the end
I go right where all things lost are made good again
I sing the songs of experience like William Blake
I have no apologies to make
Everything flowing all at the same time
I live on a boulevard of crime
I drive fast cars, and I eat fast foods
I contain multitudes
আবার গানের আরেক অংশে তিনি নিজেকে গথিক লেখক এডগার আ্যলান পো এর সাথেও তুলনা করেছেন। আরেক লাইনে ডেভিড বোয়ির অল দ্যা ইয়াং ডুডস এর রেফারেন্স টেনে এনে বলেছেন, তরুণদের নিয়ে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠার কথা।
আপাত শান্ত মেজাজের এই গানে কোথাও কোথাও সহিংসতা আর মৃত্যুও উঁকি দিয়ে গেছে। I carry four pistols and two large knives … I sleep with life and death in the same bed.
অসাধারণ কাব্যিক সব গানের লিরিকের জন্য, ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জয় করেন বব ডিলান। ওই ঘটনার পর এবারই প্রথম নতুন গানে ফিরলেন তিনি। তবে ২০১৫ সালে শ্যাডোস ইন দ্যা নাইট, ২০১৬ সালে ফলেন অ্যাঞ্জেলস এবং ২০১৭ সালে ট্রিপলিকেট নামের তিনটি কভার অ্যালবাম বের হয় তার।
গত মাসে বের হওয়া মার্ডার মোস্ট ফাউল গানটি এরই মধ্যে বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে। গার্ডিয়ানের আলেক্সিস পেট্রিডিয়াস মন্তব্য করেন, বাণী এবং সুর, দুই দিক দিয়েই গভীর উপলব্ধির গান এটি, ডিলানের আগের কোন গান এর তুল্য নয়।
রোলিং স্টোন ম্যাগাজিনে বলা হয়েছে, জাতীয় বিপর্যয়ের সময়ে সংগীত কিভাবে সান্ত্বনা হয়ে উঠতে পারে, এই গান তা-ই দেখিয়েছে।