গান ও স্মৃতিকথায় নীলোৎপল সাধ্যকে স্মরণ
নিজস্ব প্রতিবেদক | ২৪ ডিসেম্বর, ২০২১ ২১:৫৩
গান ও স্মৃতিকথায় স্মরণ করা হয়েছে সংগীত গবেষক, প্রশিক্ষক ও রবীন্দ্রসংগীত শিল্পী নীলোৎপল সাধ্যকে।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই স্মরণানুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘নন্দন’। রবীন্দ্রনাথের পূজা, প্রেম ও প্রকৃতির গান দিয়ে সাজানো হয় ‘তারই কণ্ঠে তোমারই গান গাওয়া’ শীর্ষক এই অনুষ্ঠান।
শুরুতেই লেখক ও গবেষক মফিদুল হক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন অঝরা সাধ্য শ্রীলা। পরে দেশের খ্যাতনামা শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্রনাথের গান। সবশেষে ঝর্না মল্লিকের স্মৃতিকথন দিয়ে শেষ হয় আয়োজন।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন মৌমিতা পাল, মিতা দে, মাকসুরা আখতার অন্তরা, দুলাল পোদ্দার, অরুন্ধতী অণুপ্রভা, সালমা সাবেরা নিতু, সুচিত্রা চক্রবর্তী, মৃত্তিকা সহিতা, সাঈদা হোসেন পাপড়ি। শিল্পীদের সঙ্গে যন্ত্রসংগীতে সহযোগিতা করেন- মন্দিরায় রণজিত রায় রঞ্জু, তবলায় প্রবীর পাল এবং কী-বোর্ডে রবীনস্ চৌধুরী। সঞ্চালনা করেন জয়ন্ত রায়।
আয়োজক সংগঠন ‘নন্দন’এর পরিচালক ফেরদৌসী কাকলী দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা নন্দন থেকে প্রতি তিন মাস পর পর এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকি। এবারের ৬৯ তম আসরটির মধ্য দিয়ে আমরা স্মরণ করেছি বরেণ্য ব্যক্তিত্ব নীলোৎপল সাধ্যকে। এই আয়োজনটিতে সহযোগিতা করার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই মাহমুদুল হাসান, সালমা সাবেরা ও এ এস রিদওয়ানের প্রতি। শুদ্ধ সংস্কৃতিকে ছড়িয়ে দিতে কাজ করছে ‘নন্দন’।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৪ ডিসেম্বর, ২০২১ ২১:৫৩

গান ও স্মৃতিকথায় স্মরণ করা হয়েছে সংগীত গবেষক, প্রশিক্ষক ও রবীন্দ্রসংগীত শিল্পী নীলোৎপল সাধ্যকে।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই স্মরণানুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘নন্দন’। রবীন্দ্রনাথের পূজা, প্রেম ও প্রকৃতির গান দিয়ে সাজানো হয় ‘তারই কণ্ঠে তোমারই গান গাওয়া’ শীর্ষক এই অনুষ্ঠান।
শুরুতেই লেখক ও গবেষক মফিদুল হক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন অঝরা সাধ্য শ্রীলা। পরে দেশের খ্যাতনামা শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্রনাথের গান। সবশেষে ঝর্না মল্লিকের স্মৃতিকথন দিয়ে শেষ হয় আয়োজন।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন মৌমিতা পাল, মিতা দে, মাকসুরা আখতার অন্তরা, দুলাল পোদ্দার, অরুন্ধতী অণুপ্রভা, সালমা সাবেরা নিতু, সুচিত্রা চক্রবর্তী, মৃত্তিকা সহিতা, সাঈদা হোসেন পাপড়ি। শিল্পীদের সঙ্গে যন্ত্রসংগীতে সহযোগিতা করেন- মন্দিরায় রণজিত রায় রঞ্জু, তবলায় প্রবীর পাল এবং কী-বোর্ডে রবীনস্ চৌধুরী। সঞ্চালনা করেন জয়ন্ত রায়।
আয়োজক সংগঠন ‘নন্দন’এর পরিচালক ফেরদৌসী কাকলী দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা নন্দন থেকে প্রতি তিন মাস পর পর এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকি। এবারের ৬৯ তম আসরটির মধ্য দিয়ে আমরা স্মরণ করেছি বরেণ্য ব্যক্তিত্ব নীলোৎপল সাধ্যকে। এই আয়োজনটিতে সহযোগিতা করার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই মাহমুদুল হাসান, সালমা সাবেরা ও এ এস রিদওয়ানের প্রতি। শুদ্ধ সংস্কৃতিকে ছড়িয়ে দিতে কাজ করছে ‘নন্দন’।