ভালোবাসা ও বসন্ত দিনে শুনতে পারেন যেসব গান
উপল বড়ুয়া | ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ১১:২৭
গত তিন বছর ধরে বসন্ত ও ভালোবাসা দিবস পালিত হচ্ছে একই দিনে। প্রিয়জনের সঙ্গে দিনটির আনন্দ-ভালোবাসা ভাগাভাগি করে নিচ্ছেন প্রায় সবাই।
ছেলেদের হলুদ পাঞ্জাবির পাশাপাশি মেয়েদের হলুদ শাড়ি আর মাথায় ফুলের মুকুট— কোকিল ডাকা বসন্তের প্রথম সকালের এমন দৃশ্য এখন প্রায় সবখানে। সঙ্গে ভ্যালেন্টাইন ডে যোগ করেছে নতুন মাত্রা।
এমন দিনে প্রিয় মানুষটির সঙ্গে ভাগাভাগি করে নিতে পারেন আপনার প্লে-লিস্ট। শুনতে পারেন বসন্ত ও ভালোবাসা দিবসের বেশ কয়েকটি গান।
বাংলা সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। পূজা হোক বা ঋতু বন্দনা—কবিতা ও গানে বারবার বিশ্বকবির কাছেই ফিরতে হয় আমাদের। বসন্ত নিয়ে রবী ঠাকুরের ‘আহা, আজি এ বসন্তে’ শোনেনি এমন বাঙালি পাওয়া দুষ্কর।
গত কয়েক বছর ধরে বসন্তের গানে নতুন সংযোজন ‘বসন্ত এসে গেছে’। ২০১৪ সালে মুক্তি পাওয়া সৃজিত মুখার্জির পরিচালিত ‘চতুষ্কোণ’ সিনেমার গানটি তুমুল জনপ্রিয়তা পায় সব বয়সী নারী-পুরুষদের কাছে। গানটির সুর ও লিরিক লিখেছেন অনুপম রয়।
শাহ আবদুল করিমের কথা ও সুরে ‘বসন্ত বাতাসে সই গো’ শোনেনি এমন তরুণ-তরুণীও পাওয়া ভার। জনপ্রিয় গানটিতে অনেক শিল্পী কণ্ঠ দিয়েছেন। কলকাতার ব্যান্ড ভূমি’র ‘ফাগুনের মোহনায়’ গানটির তালে তালেও মুখরিত হয়ে আসছে অনেক অনুষ্ঠান। এ ছাড়া ওয়াসিম ও অঞ্জু ঘোষ অভিনীত ‘চন্দন দ্বীপের রাজকন্যা’ সিনেমায় রুনা লায়লার গাওয়া ‘আইলো দারুণ ফাগুনরে’ গানটিও উচ্ছ্বসিত করতে পারে আপনার হৃদয়।
এবার শোনা যাক ভালোবাসা দিবসের গানও। জেমসকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। ভ্যালেন্টাইন ডে’তে শুনতে পারেন বাংলার রক গুরুর ‘ও ভ্যালেন্টাইন’ গানটি। ইংরেজি গান ভালো লাগে যাদের তারা প্লে-লিস্টে রাখতে পারেন মার্টিনা ম্যাকব্রিড ফিচারিং জিম ব্রিকম্যানের গাওয়া ‘ভ্যালেন্টাইন’।
এমন অনেক অনেক গান রয়েছে যা আপনার ভালোবাসা দিবস ও বসন্ত রাঙাতে পারে। সেসব গানে ভরে উঠুক আপনার কান। প্রিয়জনের পাশাপাশি বসে দু’জনে দোলাতে থাকুন মাথা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
উপল বড়ুয়া | ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ১১:২৭

গত তিন বছর ধরে বসন্ত ও ভালোবাসা দিবস পালিত হচ্ছে একই দিনে। প্রিয়জনের সঙ্গে দিনটির আনন্দ-ভালোবাসা ভাগাভাগি করে নিচ্ছেন প্রায় সবাই।
ছেলেদের হলুদ পাঞ্জাবির পাশাপাশি মেয়েদের হলুদ শাড়ি আর মাথায় ফুলের মুকুট— কোকিল ডাকা বসন্তের প্রথম সকালের এমন দৃশ্য এখন প্রায় সবখানে। সঙ্গে ভ্যালেন্টাইন ডে যোগ করেছে নতুন মাত্রা।
এমন দিনে প্রিয় মানুষটির সঙ্গে ভাগাভাগি করে নিতে পারেন আপনার প্লে-লিস্ট। শুনতে পারেন বসন্ত ও ভালোবাসা দিবসের বেশ কয়েকটি গান।
বাংলা সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। পূজা হোক বা ঋতু বন্দনা—কবিতা ও গানে বারবার বিশ্বকবির কাছেই ফিরতে হয় আমাদের। বসন্ত নিয়ে রবী ঠাকুরের ‘আহা, আজি এ বসন্তে’ শোনেনি এমন বাঙালি পাওয়া দুষ্কর।
গত কয়েক বছর ধরে বসন্তের গানে নতুন সংযোজন ‘বসন্ত এসে গেছে’। ২০১৪ সালে মুক্তি পাওয়া সৃজিত মুখার্জির পরিচালিত ‘চতুষ্কোণ’ সিনেমার গানটি তুমুল জনপ্রিয়তা পায় সব বয়সী নারী-পুরুষদের কাছে। গানটির সুর ও লিরিক লিখেছেন অনুপম রয়।
শাহ আবদুল করিমের কথা ও সুরে ‘বসন্ত বাতাসে সই গো’ শোনেনি এমন তরুণ-তরুণীও পাওয়া ভার। জনপ্রিয় গানটিতে অনেক শিল্পী কণ্ঠ দিয়েছেন। কলকাতার ব্যান্ড ভূমি’র ‘ফাগুনের মোহনায়’ গানটির তালে তালেও মুখরিত হয়ে আসছে অনেক অনুষ্ঠান। এ ছাড়া ওয়াসিম ও অঞ্জু ঘোষ অভিনীত ‘চন্দন দ্বীপের রাজকন্যা’ সিনেমায় রুনা লায়লার গাওয়া ‘আইলো দারুণ ফাগুনরে’ গানটিও উচ্ছ্বসিত করতে পারে আপনার হৃদয়।
এবার শোনা যাক ভালোবাসা দিবসের গানও। জেমসকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। ভ্যালেন্টাইন ডে’তে শুনতে পারেন বাংলার রক গুরুর ‘ও ভ্যালেন্টাইন’ গানটি। ইংরেজি গান ভালো লাগে যাদের তারা প্লে-লিস্টে রাখতে পারেন মার্টিনা ম্যাকব্রিড ফিচারিং জিম ব্রিকম্যানের গাওয়া ‘ভ্যালেন্টাইন’।
এমন অনেক অনেক গান রয়েছে যা আপনার ভালোবাসা দিবস ও বসন্ত রাঙাতে পারে। সেসব গানে ভরে উঠুক আপনার কান। প্রিয়জনের পাশাপাশি বসে দু’জনে দোলাতে থাকুন মাথা।