শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে নিহত নাহিদ উঠে এল ডি ব্লক ব্যান্ডের গানে
অনলাইন ডেস্ক | ২৬ এপ্রিল, ২০২২ ১৬:৪৩
সম্প্রতি নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে নাহিদ মিয়ার মৃত্যুর ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়ে গেছে। নিহত সেই নাহিদের কথা উঠে এসেছে ডি ব্লক ব্যান্ডের গানে।
‘ডেথ অফ এ ডেলিভারি ম্যান’ শিরোনামে ব্লুজ ধরনের এই গানটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
গানটি নিয়ে ডি ব্লক ব্যান্ড জানায়, ‘যখন আমরা আমাদের দ্বিতীয় স্টুডিও সিঙ্গেল রিলিজের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন এক মৃত্যু আমাদের স্তব্ধ করে দেয়। আর সেই নিস্তব্ধতার মাঝ থেকেই আচমকা বের হয়ে আসে ছোট্ট এই গানটা।’
‘ডেথ অফ এ ডেলিভারি ম্যান’ এর কথা, সুর ও সংগীত করেছেন শাহতাব সিদ্দীক অনীক। গিটারে ছিলে শফিক। এছাড়া রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিংয়ে ছিলেন রূপণ চৌধুরী।
শাহতাব সিদ্দীক অনীক দেশ রূপান্তরকে বলেন, আমরা কাজ করছিলাম ফিনিক্স, সারেং ও পথিক নামে একটি গান নিয়ে। অন্য কোন গানে যাবার প্ল্যান ছিলই না। কিন্তু আমি নিজে সাংবাদিক, এই নিউজগুলো দেখতে হয়, আর আসলে, যে কোনো মানুষকেই তো ঘটনাটা নাড়া দেবে।
তিনি বলেন, ‘ডেথ অফ এ ডেলিভারি ম্যান’ গানটি হয়ে ওঠার পেছনে দুটি বিষয় কাজ করেছে। প্রথমত, এক ফেসবুক বন্ধুর স্ট্যাটাসে লিখেছিলেন- ‘বিমা নেই জীবনের’। দ্বিতীয়ত, পলাশ খানের তোলা ওই ঘটনার কিছু ছবি, তার মধ্যে একটা আমরা ইউজ করেছি।
গানটি নিয়ে অনীক আরও বলেন, এই গানটা ওই ঘটনার প্রেক্ষিতে আমাদের প্রতিক্রিয়া হয়ে উঠেছে। তাই শিল্পের জায়গায় উত্তীর্ণ হওয়া, না হওয়া... সেটা মাথায় ছিল না, জাস্ট করে ফেলেছি আর কি। এই গানটা আসলে সবার। আমর যারা কোনো মতে, কায়দা করে টিকে আছি, ভয়ে ভয়ে, বিশেষ করে তাদের গান ডেলিভারি ম্যান।
তিনি বলেন, এই গান নিয়ে বিশেষ করে কাজ করেছে আমাদের গিটারিস্ট শফিক আর আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার বন্ধু রূপণ।
প্রসঙ্গত, সম্প্রতি নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় নাহিদ হাসানসহ দুজন নিহত হন। সদ্য বিবাহিত নাহিদ পেশায় ছিলেন একটি কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান। তিনি অফিসে যাওয়ার পথে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ এপ্রিল, ২০২২ ১৬:৪৩
সম্প্রতি নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে নাহিদ মিয়ার মৃত্যুর ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়ে গেছে। নিহত সেই নাহিদের কথা উঠে এসেছে ডি ব্লক ব্যান্ডের গানে।
‘ডেথ অফ এ ডেলিভারি ম্যান’ শিরোনামে ব্লুজ ধরনের এই গানটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
গানটি নিয়ে ডি ব্লক ব্যান্ড জানায়, ‘যখন আমরা আমাদের দ্বিতীয় স্টুডিও সিঙ্গেল রিলিজের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন এক মৃত্যু আমাদের স্তব্ধ করে দেয়। আর সেই নিস্তব্ধতার মাঝ থেকেই আচমকা বের হয়ে আসে ছোট্ট এই গানটা।’
‘ডেথ অফ এ ডেলিভারি ম্যান’ এর কথা, সুর ও সংগীত করেছেন শাহতাব সিদ্দীক অনীক। গিটারে ছিলে শফিক। এছাড়া রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিংয়ে ছিলেন রূপণ চৌধুরী।
শাহতাব সিদ্দীক অনীক দেশ রূপান্তরকে বলেন, আমরা কাজ করছিলাম ফিনিক্স, সারেং ও পথিক নামে একটি গান নিয়ে। অন্য কোন গানে যাবার প্ল্যান ছিলই না। কিন্তু আমি নিজে সাংবাদিক, এই নিউজগুলো দেখতে হয়, আর আসলে, যে কোনো মানুষকেই তো ঘটনাটা নাড়া দেবে।
তিনি বলেন, ‘ডেথ অফ এ ডেলিভারি ম্যান’ গানটি হয়ে ওঠার পেছনে দুটি বিষয় কাজ করেছে। প্রথমত, এক ফেসবুক বন্ধুর স্ট্যাটাসে লিখেছিলেন- ‘বিমা নেই জীবনের’। দ্বিতীয়ত, পলাশ খানের তোলা ওই ঘটনার কিছু ছবি, তার মধ্যে একটা আমরা ইউজ করেছি।
গানটি নিয়ে অনীক আরও বলেন, এই গানটা ওই ঘটনার প্রেক্ষিতে আমাদের প্রতিক্রিয়া হয়ে উঠেছে। তাই শিল্পের জায়গায় উত্তীর্ণ হওয়া, না হওয়া... সেটা মাথায় ছিল না, জাস্ট করে ফেলেছি আর কি। এই গানটা আসলে সবার। আমর যারা কোনো মতে, কায়দা করে টিকে আছি, ভয়ে ভয়ে, বিশেষ করে তাদের গান ডেলিভারি ম্যান।
তিনি বলেন, এই গান নিয়ে বিশেষ করে কাজ করেছে আমাদের গিটারিস্ট শফিক আর আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার বন্ধু রূপণ।
প্রসঙ্গত, সম্প্রতি নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় নাহিদ হাসানসহ দুজন নিহত হন। সদ্য বিবাহিত নাহিদ পেশায় ছিলেন একটি কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান। তিনি অফিসে যাওয়ার পথে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন।