মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে কার্লোস সান্তানা
অনলাইন ডেস্ক | ৬ জুলাই, ২০২২ ১১:৫৩
হাসপাতালে ভর্তি করা হয়েছে কিংবদন্তিতুল্য গিটারিস্ট কার্লোস সান্তানাকে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের মিশিগানের ক্লার্কস্টোনের পাইন নব মিউজিক থিয়েটারের স্টেজে কনসার্টের মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
এই মেক্সিকান ৭৪ বছর বয়সী গিটারিস্টের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা দেখা দিলে কনসার্ট বন্ধ রাখা হয়। মেডিক্যাল স্টাফরা দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সান্তানার ম্যানেজার মাইকের ভ্রিওনিস জানিয়েছিলেন, এই প্রবীণ মিউজিশয়ানের শারীরিক অবস্থা উন্নতির পথে।
কনসার্টের প্রতিনিধিরা এক বিবৃতিতে জানায়, অতিরিক্ত তাপ ও ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েন সান্তানা। এরপর উনাকে ম্যাকলারে ক্লার্কস্টোন হাসপাতালের জরুরি বিভাগে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।
একই বিবৃতিতে আরও জানানো হয়, বুধবার (৬ জুলাই) পেনসিলভানিয়ায় বার্গেটসটাউনের সল্ট লেকের প্যাভিলিয়নে হতে যাওয়া কনসার্ট স্থগিত করা হয়েছে। শিগগিরই সমর্থকদের এই কনসার্টের সূচি জানানো হবে।
অসুস্থ হওয়ার আগে গিটার হাতে ‘জয়’ নামে এক গান বাজাচ্ছিলেন সান্তানা। তার মধ্যে হঠাৎ স্টেজের ফ্লোরে পড়ে যান তিনি। এরপর স্ট্রেচারে করে তাকে স্টেজ থেকে নামানো হয়। দর্শকদের উদ্দেশ্যে এক হাত ওপরে তুলে ওসময় ভক্তদের থেকে বিদায় নেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৬ জুলাই, ২০২২ ১১:৫৩

হাসপাতালে ভর্তি করা হয়েছে কিংবদন্তিতুল্য গিটারিস্ট কার্লোস সান্তানাকে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের মিশিগানের ক্লার্কস্টোনের পাইন নব মিউজিক থিয়েটারের স্টেজে কনসার্টের মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
এই মেক্সিকান ৭৪ বছর বয়সী গিটারিস্টের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা দেখা দিলে কনসার্ট বন্ধ রাখা হয়। মেডিক্যাল স্টাফরা দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সান্তানার ম্যানেজার মাইকের ভ্রিওনিস জানিয়েছিলেন, এই প্রবীণ মিউজিশয়ানের শারীরিক অবস্থা উন্নতির পথে।
কনসার্টের প্রতিনিধিরা এক বিবৃতিতে জানায়, অতিরিক্ত তাপ ও ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েন সান্তানা। এরপর উনাকে ম্যাকলারে ক্লার্কস্টোন হাসপাতালের জরুরি বিভাগে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।
একই বিবৃতিতে আরও জানানো হয়, বুধবার (৬ জুলাই) পেনসিলভানিয়ায় বার্গেটসটাউনের সল্ট লেকের প্যাভিলিয়নে হতে যাওয়া কনসার্ট স্থগিত করা হয়েছে। শিগগিরই সমর্থকদের এই কনসার্টের সূচি জানানো হবে।
অসুস্থ হওয়ার আগে গিটার হাতে ‘জয়’ নামে এক গান বাজাচ্ছিলেন সান্তানা। তার মধ্যে হঠাৎ স্টেজের ফ্লোরে পড়ে যান তিনি। এরপর স্ট্রেচারে করে তাকে স্টেজ থেকে নামানো হয়। দর্শকদের উদ্দেশ্যে এক হাত ওপরে তুলে ওসময় ভক্তদের থেকে বিদায় নেন তিনি।