সিনহার অ্যাকাউন্টে ৪ কোটি টাকা, জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক
নিজস্ব প্রতিবেদক | ৪ অক্টোবর, ২০১৮ ২১:০১
ফাইল ছবি
ফারমার্স ব্যাংক থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৪ কোটি টাকার ঋণ অনুমোদন করিয়ে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার অ্যাকাউন্টে হস্তান্তরের ঘটনায় জালিয়াতির তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বৃহস্পতিবার বিকালে দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ তথ্য জানান।
কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, এ জালিয়াতির সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত। অনেকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বা চিহ্নিত করা হয়েছে। ঋণ প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নেয়া হয়েছে। সেখানে অনেকেরই সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
দুদক সূত্র জানিয়েছে, এ ঘটনায় আগামী সপ্তাহেই মামলা হতে পারে। মামলায় ব্যাংক কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা আসামি হচ্ছেন। তাদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার কথিত পিএস রঞ্জিত, তার স্ত্রী শান্তি রায়, নিরঞ্জন ও শাহজাহান অন্যতম।
তবে দুদকের একাধিক সূত্র জানায়, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার নামেও মামলা হতে পারে।
চলতি বছরের শুরুর দিকে অনুসন্ধান শুরু করে ৬ মে নিরঞ্জন ও শাহজাহান নামের দুজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। ওই দিন শাহজাহান ও নিরঞ্জনের আইনজীবীরা দাবি করেন, ৪ কোটি টাকা দেয়া হয়েছে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে তার বাড়ির দাম পরিশোধের জন্য। ফারমার্স ব্যাংকের পে-অর্ডারের মাধ্যমে সোনালী ব্যাংকে এস কে সিনহার ব্যাংক হিসাবে ওই টাকা দেয়া হয়।
এ ঘটনায় ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম শামীমসহ ছয়জন ব্যাংক কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করে দুদক।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৪ অক্টোবর, ২০১৮ ২১:০১

ফারমার্স ব্যাংক থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৪ কোটি টাকার ঋণ অনুমোদন করিয়ে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার অ্যাকাউন্টে হস্তান্তরের ঘটনায় জালিয়াতির তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বৃহস্পতিবার বিকালে দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ তথ্য জানান।
কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, এ জালিয়াতির সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত। অনেকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বা চিহ্নিত করা হয়েছে। ঋণ প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নেয়া হয়েছে। সেখানে অনেকেরই সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
দুদক সূত্র জানিয়েছে, এ ঘটনায় আগামী সপ্তাহেই মামলা হতে পারে। মামলায় ব্যাংক কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা আসামি হচ্ছেন। তাদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার কথিত পিএস রঞ্জিত, তার স্ত্রী শান্তি রায়, নিরঞ্জন ও শাহজাহান অন্যতম।
তবে দুদকের একাধিক সূত্র জানায়, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার নামেও মামলা হতে পারে।
চলতি বছরের শুরুর দিকে অনুসন্ধান শুরু করে ৬ মে নিরঞ্জন ও শাহজাহান নামের দুজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। ওই দিন শাহজাহান ও নিরঞ্জনের আইনজীবীরা দাবি করেন, ৪ কোটি টাকা দেয়া হয়েছে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে তার বাড়ির দাম পরিশোধের জন্য। ফারমার্স ব্যাংকের পে-অর্ডারের মাধ্যমে সোনালী ব্যাংকে এস কে সিনহার ব্যাংক হিসাবে ওই টাকা দেয়া হয়।
এ ঘটনায় ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম শামীমসহ ছয়জন ব্যাংক কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করে দুদক।